Don 3: শাহরুখে জঙ্গলি বিল্লি প্রিয়াঙ্কা, আর রণবীর সিং-এর…, ‘ডন ৩’ নিয়ে জল্পনা তুঙ্গে

Viral News: বেশ কিছু মাস ধরেই ডন ৩ ছবির খবর ভাইরাল নেটপাড়ায়। শোনা গিয়েছিল এই ছবিতে এবার অভিনয় করতে চলেছেন রণবীর সিং।

Don 3: শাহরুখে জঙ্গলি বিল্লি প্রিয়াঙ্কা, আর রণবীর সিং-এর..., ডন ৩ নিয়ে জল্পনা তুঙ্গে

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 10, 2023 | 10:38 AM

ডন ২, পর্দায় যখন ঝড় তুলেছিল, ঠিক তখনই ক্যামেরার পিছনের সমীকরণটা ছিল বেশ রহস্য জনক। শোনা গিয়েছিল শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় তিনি-ই কিং খানের জঙ্গলি বিল্লি। অর্থাৎ যে চরিত্রের সঙ্গে ডন চরিত্রের কড়া টক্কর প্রাথমিকভাবে দর্শকদের নজর কাড়ে। যদিও একটা সময়ের পর সেই সমীকরণ পাল্টে যায়, যখন সত্যি প্রকাশিত হয়, ডন মৃত। তখনই তাঁদের মধ্যে সম্পর্ক ভাল হয়। এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে যদি রণবীর সিং ডন হয়ে থাকেন, তাঁর জঙ্গলি বিল্লি কে? বলিউড সূত্রে সেই খবরও ভাইরাল। শোনা যাচ্ছে এই চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আডবাণী।

তিনিই এবার রণবীর সিং-এর জঙ্গলি বিল্লি। খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে। বলিউডের আরও এক নয়া জুটি। রণবীর সিং-এর সঙ্গে অতীতে কাজ করেননি কিয়ারা আডবাণী। বর্তমানে তাই জুটি নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি পরিচালক ফারহান আখতর ডন ৩ ছবির খবর ঘোষমা করেছেন। শোনা যাচ্ছে গদর ২ ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে এই ছবির টিজ়ার। যার শুটিং নাকি ইতিমধ্যেই করে ফেলেছেন রণবীর সিং।

বেশ কিছু মাস ধরেই ডন ৩ ছবির খবর ভাইরাল নেটপাড়ায়। শোনা গিয়েছিল এই ছবিতে এবার অভিনয় করতে চলেছেন রণবীর সিং। তবে থেকেই শাহরুখ ভক্তদের মনে প্রতিবাদের পারদ তুঙ্গে। এবার সেই খবরে সিলমোহর দিয়ে প্রকাশ্যে এল প্রথম ঘোষণা। পরিচালক ফারহান আখতর এবার এই ছবির কাজে হাত দিতে চলেছেন। শোনা যাচ্ছে ইতিমধ্যেই রণবীর সিং এই ছবির টিজ়ারের জন্য একটি ভিডিয়ো ক্লিপ শুট করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।