বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন বলে কথা। অনুরাগীদের কাছে এ যেন এক জাতীয় উৎসব। নভেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় বিভিন্ন ফ্যান ক্লাবের আয়োজন, শাহরুখ খানও বিষয়টা নিয়ে বেশ উৎসাহী থাকেন। বিশেষ পার্টিরও আয়োজন করেন। কখনও কখনও আবার অনুরাগীদের জন্যে থাকে বিশেষ উপহার। ২০২৫-এর জন্মদিনে অনুরাগীদের নিরাশ করলেন না। রবিবার পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন বহু প্রতিক্ষীত ছবি ‘কিং’–এর ভয়ানক রোমাঞ্চকর টিজার। মুহূর্তে যা আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
‘কিং’-এর প্রথম ঝলকেই মন কাড়ল সকলের। যেখানে দেখা গেল এক অন্ধকার জগতের, নির্মম ও হিংসাত্মক চরিত্রে শাহরুখকে। সিলভার চুল, রক্তাক্ত মুখ, আর চোখে মুখে হিংসা—পুরো আবহই ইঙ্গিত দিচ্ছে এ এক থ্রিলার অ্যাকশন ইউনিভার্সের ছবি। হাতে ‘King of Hearts’ কার্ড ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাক লাগালেন শাহরুখ বলেন— “কতগুলো খুন করেছি জানি না… হাজার অপরাধ, ১০০ দেশে বদনাম…” শাহরুখকে এ লুকে আগে কখনও দেখা যায়নি। তবে ছবির টিজার বুঝিয়ে দিয়েছে— এই ছবি তাঁর কেরিয়ারে আরও এক মাইলস্টোন হতে চলেছে।
‘কিং’–এ কারা আছেন?
‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান, আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অর্জাদ ওয়ারসি ও অনিল কাপুর। প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। মুক্তির সম্ভাব্য সময়—২০২৬।
‘জওয়ান’-এর পর আবারও এক ধামাকা?
২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। ছবিটি তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ‘কিং’ আরও বড় অ্যাকশন ইউনিভার্স গড়তে চলেছে বলে আশা অনুরাগীদের। ২০২৩ সালে জওয়ান ব্লকবাস্টার হওয়ার পর শাহরুখ পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখন দেখার বলিউড কিং, কিং রূপে বলিউড বাদশা কতটা ঝড় তোলে।