হঠাত্‍ হাসপাতালে ভর্তি কিরণ, এখন কেমন আছেন পরিচালক?

চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও সম্প্রতি তাঁর ‘১২ মিমি ব্যাসের অ্যাপেন্ডিক্স’–এর অস্ত্রোপচার হওয়ার পর নিজের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দিয়েছেন। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করে কিরণ হাসপাতালে থাকার সময় তোলা কয়েকটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। প্রথম ক্লিপে তিনি হাসপাতালের ঘর থেকে একটি ঝলক দেখান।

হঠাত্‍ হাসপাতালে ভর্তি কিরণ, এখন কেমন আছেন পরিচালক?

| Edited By: Bhaswati Ghosh

Dec 29, 2025 | 12:11 PM

চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও সম্প্রতি তাঁর ‘১২ মিমি ব্যাসের অ্যাপেন্ডিক্স’–এর অস্ত্রোপচার হওয়ার পর নিজের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দিয়েছেন। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করে কিরণ হাসপাতালে থাকার সময় তোলা কয়েকটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। প্রথম ক্লিপে তিনি হাসপাতালের ঘর থেকে একটি ঝলক দেখান। ক্যামেরার দিকে ঠোঁট বাঁকিয়ে একটি সেলফিও শেয়ার করেন তিনি। কিরণ তাঁর হাসপাতালের নেম ট্যাগের ছবিও দেন, যেখানে লেখা ছিল— কিরণ আমির রাও খান। শেষ ছবিতে দেখা যায়, হাসপাতালের ভেতরে একটি সোফায় বসে হাসিমুখে খাবার খাচ্ছেন তিনি।

ছবিগুলি শেয়ার করে কিরণ লেখেন, “২০২৬-এ পার্টি করতে পুরোপুরি প্রস্তুত ছিলাম, ঠিক তখনই আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল ধীরে চলতে, গভীর শ্বাস নিতে এবং কৃতজ্ঞ থাকতে (হাতজোড় ও নত হওয়ার ইমোজি)। অসীম কৃতজ্ঞতা— আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য (এখনও বুঝতে পারছি না কীভাবে পুরো ১২ মিমি ব্যাসের অ্যাপেন্ডিক্স ১০.৫ মিমি ক্যাথেটারের মধ্যে দিয়ে বের করা হলো— ঈশ্বরকে ধন্যবাদ আমি ডাক্তার নই)।”

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, “যাই হোক, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি বাড়ি ফিরে এসেছি। নতুন বছরে ধীরে ধীরে পা রাখার জন্য প্রস্তুত। ২০২৫ আমার ও আমার আপনজনদের জন্য ভালো ছিল, আর আশা করি ২০২৬ সবার জন্যই দয়ালু, আনন্দময়, ভালোবাসায় ভরা— এবং আরও ভালো এয়ার কোয়ালিটি ইনডেক্স নিয়ে আসবে। কিরণের এই পোস্টের পর বলিউডের অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। ২০২৬-এ পরিচালকের কোনও নতুন ছবি দেখা যাবে কিনা, সে প্রশ্নও করেছেন তাঁর অনুরাগীরা।