অস্কারে যাচ্ছে ‘লাপাতা লেডিজ’, স্বপ্নপূরণ কিরণ রাওয়ের?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 23, 2024 | 4:05 PM

Oscar 2025: পরিচালক কিরণ রাওয়ের মুকুটে নতুন পালক। ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে বেছে নেওয়া হল কিরণ পরিচালিত ছবি 'লাপাতা লেডিজ'। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটিতে সকলের মতামত নিয়ে আমির খান এবং কিরণ প্রযোজিত এই ছবিটিকে বেছে নেওয়া হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে।

অস্কারে যাচ্ছে লাপাতা লেডিজ, স্বপ্নপূরণ কিরণ রাওয়ের?

Follow Us

পরিচালক কিরণ রাওয়ের মুকুটে নতুন পালক। ২০২৫ সালের অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসাবে বেছে নেওয়া হল কিরণ পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটিতে সকলের মতামত নিয়ে আমির খান প্রযোজিত এই ছবিটিকে বেছে নেওয়া হয়েছে ভারত থেকে অস্কারে প্রতিযোগিতা করার জন্য। সেটি অস্কারে নমিনেশন পাবে কিনা, দেখার অপেক্ষা।
এছাড়াও তালিকায় ছিল তামিল ছবি মহারাজা, তেলুগু শিরোনামের কল্কি ২৮৯৮ এডি, হনু-ম্যান। সেই সঙ্গে হিন্দি ছবির মধ্যে ছিল স্বতন্ত্র বীর সাভারকর এবং আর্টিকেল ৩৭০। আর গত বছর পাঠানো হয়েছিল মালয়ালম ছবি ২০১৮:এভরিবডি ইজ আ হিরো। ২৯টি হিন্দি ছবির মধ্যে বেছে নেওয়া হয়েছে কিরণ পরিচালিত এই ছবিটিকে।

সম্প্রতি এই প্রসঙ্গে কিরণ বলেছিলেন, “আমি নিশ্চিত সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। তার মধ্যে যদি আমার ছবিকে বেছে নেওয়া হয় তাহলে আমার স্বপ্ন পূরণ হয়। তবে আমি নিশ্চিত সেরা ছবিই যাবে।” এই ছবি মুক্তির পর থেকেই দর্শক ভালবাসায় ভরিয়ে দিয়েছেন পরিচালককে। উল্লেখ্য, ২০০১ সালের প্রেক্ষপটে গ্রামীণ ভারতের দু’ জন মেয়ের গল্প এই ছবি। ঘটনাচক্রে ট্রেনে করে যাওয়ার সময় যাদের স্থান বদলে যায়।

Next Article