কোন চরিত্রে নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন কোয়েল? উত্তর জানলে অবাক হবেন

যদিও কোয়েল মল্লিক যে অভিনেত্রী হিসেবে কতটা যোগ্য তা আর আলাদা করে প্রমাণ করার প্রয়োজন নেই। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যদিও বর্তমানে তিনি বেশ বাছাই করেই অভিনয় করছেন।

কোন চরিত্রে নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন কোয়েল? উত্তর জানলে অবাক হবেন

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 07, 2025 | 6:32 PM

মল্লিক পরিবারের মেয়ে তিনি। বাবার নাম রঞ্জিত মল্লিক। লেখাপড়ায় অসম্ভব ভাল ছিলেন কোয়েল মল্লিক। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছিলেন। অভিনয় পেশায় না আসলে, লেখাপড়া নিয়েই হয়তো এগিয়ে যেত তাঁর জীবন। বাংলা বাণিজ্যিক ছবির হাত ধরে সিনেমার পর্দায় পদার্পণ করেন কোয়েল। চিরকালই নিজেকে খুবই যোগ্য হিসেবে প্রমাণ করেছেন সবক্ষেত্রে। যোগ্য সন্তান, যোগ্য স্ত্রী, যোগ্য মা, যোগ্য অভিনেত্রী। এমন কি কিছু আছে, যাঁর জন্য নিজেকে অযোগ্য মনে করেন কোয়েল?

কোয়েল মল্লিক বলেছিলেন, “অবশ্যই আমি একটা কাজের জন্য নিজেকে ভীষণই অযোগ্য মনে করেছিলাম। সেই ছোটবেলার কথা। নাটকে বাঁদরের ভূমিকায় অভিনয় করেছিলাম আমি। এবং সেই ভূমিকায় অভিনয় করতে গিয়ে নিজেকে খুবই অযোগ্য বলে মনে হয়েছিল আমার।”

যদিও কোয়েল মল্লিক যে অভিনেত্রী হিসেবে কতটা যোগ্য তা আর আলাদা করে প্রমাণ করার প্রয়োজন নেই। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যদিও বর্তমানে তিনি বেশ বাছাই করেই অভিনয় করছেন। একের পর এক ভাল ছবি একটা সময় যাঁর ঝুলিতে ছিল, বর্তমানে তিনিই সিনেপাড়ায় একটু অন্যস্বাদের চরিত্রের খোঁজে। যদিও দর্শক এখনও জুটিতে কোয়েলকে দেখার অপেক্ষায় দিনগুছেন।