AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্ঘটনায় গুরুতর আহত কোয়েল মল্লিক, বন্ধ হল ছবির শুটিং

Koel Mallick: অরিন্দম শীলের 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবির শুটিং করতে গিয়েই চোট পান তিনি। এতটাই ভয়ঙ্কর চোট যে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দুর্ঘটনায় গুরুতর আহত কোয়েল মল্লিক, বন্ধ হল ছবির শুটিং
বন্ধ হল ছবির শুটিং
| Edited By: | Updated on: Apr 01, 2024 | 5:58 PM
Share

শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী কোয়েল মল্লিক। চোট এতটাই ভয়াবহ যে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ডান হাতের আলনা বোনে চিড় দেখা গিয়েছে তাঁর। হয়েছে প্লাস্টার। আপাতত যাবতীয় কাজ বন্ধ। বেশ কিছু দিন থাকতে হবে বিশ্রামে। কীভাবে এত চোট পেলেন তিনি?

অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির শুটিং করতে গিয়েই চোট পান তিনি। এতটাই ভয়ঙ্কর চোট যে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে ছবির শুটিং বন্ধ রাখতে হয়েছে। কোয়েল সুস্থ হলেই সবটা হবে, জানা গিয়েছে এমনটাই। এ নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছেন কোয়েল। লেখেন, “৩১ মার্চ শুটিংয়ের সময় আমার একটি দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, আমার হাত ভেঙে গিয়েছে। তবে আমি নিশ্চিত ডাক্তার বিকাশ কাপুরের চিকিৎসায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠব।”

‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর শুটিং শুরু হয়েছে বেশ কিছু দিন হল। অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত ফাইট মাস্টার সুনীল রডরিগেজ। গত বছর পুজোতে মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিনমাসি’। ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ঠিক একই সময়ে বলিউডে আরও তিনটে ছবি মুক্তি পায়, বক্স অফিসের রিপোর্ট বলছে, চার ছবির মধ্যে মিতিন ছিল তৃতীয় স্থানে।

View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel)