ওল্ড নর্মাল দ্রুত ফিরে আসুক, সেটাই প্রার্থনা: কোয়েল মল্লিক

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 29, 2021 | 12:39 PM

করোনা পরিস্থিতি লাগামছাড়া। প্রত্যেকেই আতঙ্কে, সঙ্কটে রয়েছেন। এর মধ্যে জন্মদিন সেলিব্রেট করার কোনও উদ্যোগ নেননি অভিনেত্রী।

ওল্ড নর্মাল দ্রুত ফিরে আসুক, সেটাই প্রার্থনা: কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

জন্মদিন সকলের জীবনেই কম-বেশি স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী (Actress) কোয়েল মল্লিকও (Koel Mallick)। গতকাল ছিল তাঁর জন্মদিন। যা তাঁর কাছে নেহাতই একটা সংখ্যা মাত্র। গুরুজনদের আশীর্বাদ, প্রিয়জনদের ভালবাসায় কাটিয়ে দেওয়া স্পেশ্যাল দিনে এত বছর অভ্যস্ত ছিলেন কোয়েল। কিন্তু এই বছরটা ব্যতিক্রম। করোনা পরিস্থিতি লাগামছাড়া। প্রত্যেকেই আতঙ্কে, সঙ্কটে রয়েছেন। এর মধ্যে জন্মদিন সেলিব্রেট করার কোনও উদ্যোগ নেননি অভিনেত্রী।

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কোয়েল। সেখানে তিনি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে, চারিদিকে যখন শুধুই দুঃখের খবর, আমার জন্য এক মুহূর্ত বের করে উইশ করাটা, আমার দিনটাকে ভরিয়ে দিয়েছিল। আপনাদের শুভেচ্ছা বার্তা পড়ে নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছিল। প্রত্যেকের ভাল থাকার জন্য প্রার্থনা করছি। ওল্ড নর্মাল আবার দ্রুত ফিরে আসুক, সেটাই একমাত্র কামনা। ভালবাসা…।’

মা হওয়ার পর এটাই ছিল কোয়েলের প্রথম জন্মদিন। ছেলে কবীর তাঁকে জড়িয়ে ধরেছে, সেটাই তাঁর বড় পাওনা। জন্মদিনটা একেবারেই পরিবারের সঙ্গে কাটিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরতে বারণ করেছেন তিনি। চিকিৎসকদের দেওয়া সতর্কতা মেনে সব স্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ নিয়ম মেনে চলার অনুরোধ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন, মন ভাল করতে বেড়াতে গেলেন ভাস্বর চট্টোপাধ্যায়, কিন্তু কোথায়?

Next Article