AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন ভাল করতে বেড়াতে গেলেন ভাস্বর চট্টোপাধ্যায়, কিন্তু কোথায়?

কখনও পহেলগাঁওতে হোটেলের ঘর থেকে তোলা রাতের আকাশের ছবি। কখনও বা ডাল লেকে শিকারায় চড়ে তোলা প্রাকৃতিক দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য শেয়ার করেছেন অভিনেতা।

মন ভাল করতে বেড়াতে গেলেন ভাস্বর চট্টোপাধ্যায়, কিন্তু কোথায়?
কাশ্মীরে ভাস্বর। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Updated on: Apr 29, 2021 | 12:05 PM
Share

বাঙালির পায়ের তলায় সর্ষে। ব্যতিক্রম নন অভিনেতা (Actor) ভাস্বর চট্টোপাধ্যায়ও (Bhaswar Chatterjee)। সদ্য কাশ্মীর বেড়ালেন তিনি। সঙ্গী ছিলেন অভিনেতার বাবা। পরিবারকে নিয়ে কয়েকটা দিন শহর থেকে দূরে বেড়াতে গিয়ে কার্যত মন ভাল হয়ে গিয়েছে অভিনেতার।

কখনও পহেলগাঁওতে হোটেলের ঘর থেকে তোলা রাতের আকাশের ছবি। কখনও বা ডাল লেকে শিকারায় চড়ে তোলা প্রাকৃতিক দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য শেয়ার করেছেন অভিনেতা। বেড়ানোর পরিকল্পনা হঠাৎ করেই ঠিক করেছিলেন তিনি।

Meet Riyan Manzoor a guy with a heart of gold. Met him in pehelgam, he was touring with another Bengali family. We…

Posted by Bhaswar Chatterjee on Wednesday, April 28, 2021

কাশ্মীরে গিয়ে জনৈক রিয়ান মনজুরের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ভাস্বরের। রিয়ান প্রতি বছর তিন মাসের জন্য কাশ্মীরি শাল নিয়ে কলকাতা আসেন। কলকাতার অলি-গলি ঘুরে শাল বিক্রি করেন তিনি। সেই রিয়ানের সঙ্গে একটি কাশ্মীরি গান গেয়ে সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেতা। পাশাপাশি বন্ধু হিসেবে রিয়ানের বহুল প্রশংসা করেছেন তিনি।

Hathat thik kore chole elam kashmir berate. Apaar Shanti ekhane. Having a wonderful time with nature

Posted by Bhaswar Chatterjee on Monday, April 26, 2021

ভাস্বর লিখেছেন, “…রিয়ান এত বন্ধু হয়ে গেল যে পহেলগাঁও ছাড়াও শ্রীনগর সব কিছু নিজের গাড়িতে ঘুরিয়ে দিল। তার জন্য আমার থেকে কোনও পয়সা নেয়নি। এমনকি আসার দিন এয়ারপোর্টেও ড্রপ করে দিল। চারিদিকে এত নেগেটিভিটির মধ্যে এমন মানুষ দেখলে এদের সম্পর্কে না লিখে থাকা যায় না। সুখরিয়া রিয়ান ভাই।”

Hazratbal shrine, Srinagar

Posted by Bhaswar Chatterjee on Monday, April 26, 2021

দিন কয়েক আগে ভাস্বরের মতোই কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। তিনিও বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এ অভিনয় করছেন ভাস্বর। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘কিক’-এর একটি ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ কাজ করলেন। ওয়েব সিরিজ ‘পাপ’-এর দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন। ২০১৯-এ ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল ‘পাপ’। তারই দ্বিতীয় সিজনের শুটিং করলেন।

আরও পড়ুন, মৃত্যুর আগে ছেলে বাবিলকে শেষ কী বলেছিলেন ইরফান খান?