Bangladesh Army Chief: ঢাকা থেকে ফোন এল নয়াদিল্লিতে! অশান্তির আবহে কথা হল দুই সেনাপ্রধানের
Bangladesh Update: ভারতীয় সম্পত্তি নিরাপদ রয়েছে বলেই জেনারেল দ্বিবেদিকে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। গত দিন তিনেক ধরে ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি। উন্মত্ত উগ্রপন্থীর দল শেষ করেছে দেশের ঐতিহ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়ানট। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম দু'টি সংবাদমাধ্যমের অফিসেও।

ঢাকা: কখনও সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি। কখনও বা ভারত ভেঙে ‘গ্রেটার বাংলাদেশ’ তৈরির স্বপ্ন। ভোটের গরম আবহে এটাই পদ্মাপাড়ের ‘বেনজির’ চিত্র। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যে ভাবে পট পরিবর্তন হয়েছে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। শনিবার এই আবহেই ভারতের চিফ অব আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদিকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ঢাকা টু নয়াদিল্লি, আন্তর্জাতিক কল। কিন্তু কী কথা হল তাঁদের মধ্য়ে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদ রয়েছে বলেই জেনারেল দ্বিবেদিকে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। গত দিন তিনেক ধরে ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি। উন্মত্ত উগ্রপন্থীর দল শেষ করেছে দেশের ঐতিহ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়ানট। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম দু’টি সংবাদমাধ্যমের অফিসেও।
এই আবহে কোনও ‘ভারতীয় সম্পত্তির ক্ষতি হবে না’ বলেই হটলাইনে আশ্বাসবাণী দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। যে কোন উপায়ে ভারতীয়দের সম্পত্তি রক্ষা করা হবে বলেও সংযোজন তাঁর। তবে এই বার্তার পরেও শান্তি জিইয়ে রাখা কি সম্ভব হয়েছে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের হত্যার পরও ‘আক্রান্ত’ হয়েছেন আরও সংখ্যালঘু হিন্দু।
নাম গোবিন্দ বিশ্বাস। তিনি পেশায় রিক্সাচালক। শনিবার তাঁর হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে-ইসলামির কিছু নেতা-কর্মী। গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা করা হয় তাঁর। তাঁকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি ওই রিক্সাচালক। চোখে-বুকে গুরুতর আঘাত, যমে-মানুষে চলছে টানাটানি।
