পরমব্রত আর কোয়েলের ছবি আসছে মে মাসে! কোন ছবির মুক্তি?

এই বছরটা পরমব্রতর জন্য ভীষণ ভালো। বছরের শুরু থেকে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'সত্যি বলে সত্যি কিছু নেই' আর 'কিলবিল সোসাইটি' হিট হয়েছে। এর মাঝে পরমব্রতর পরিচালনায় 'এই রাত তোমার আমার' ছবিটা দর্শকের পছন্দ হয়েছে। সেই ছবিতেও পরমব্রত রয়েছেন অভিনেতা হিসাবে। মে মাসের গোড়ায় পরমব্রত অভিনীত 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' মুক্তি পাবে। এই ছবিতে পরমব্রতর বিপরীতে দেখা যাবে মধুমিতা সরকারকে। আবার মে মাসের শেষেই কোয়েলের সঙ্গে পরমব্রতর যে ছবি মুক্তি পাচ্ছে, সেই সিরিজের ছবি নিয়ে আগ্রহ রয়েছে দর্শকের মধ্যে।

পরমব্রত আর কোয়েলের ছবি আসছে মে মাসে! কোন ছবির মুক্তি?

| Edited By: Bhaswati Ghosh

Apr 26, 2025 | 3:55 PM

‘সোনার কেল্লায় যকের ধন’ ছবিটা মুক্তি পাবে ৩০মে। পূর্বজন্মের গল্পে ভবিষ্যতের সেতুবন্ধনের গল্প এটা। সোনার কেল্লা ঘিরে রহস্য উন্মোচন হবে। এই সিরিজের ছবি বরাবর পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এবার পরমব্রত চট্টোপাধ্যায় আর কোয়েল মল্লিকের সঙ্গে দেখা যাবে গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায় আর সুপ্রভাত দাসকে। এই বছরটা পরমব্রতর জন্য ভীষণ ভালো। বছরের শুরু থেকে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ হিট হয়েছে। এর মাঝে পরমব্রতর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ ছবিটা দর্শকের পছন্দ হয়েছে। সেই ছবিতেও পরমব্রত রয়েছেন অভিনেতা হিসাবে। মে মাসের গোড়ায় পরমব্রত অভিনীত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ মুক্তি পাবে। এই ছবিতে পরমব্রতর বিপরীতে দেখা যাবে মধুমিতা সরকারকে। আবার মে মাসের শেষেই কোয়েলের সঙ্গে পরমব্রতর যে ছবি মুক্তি পাচ্ছে, সেই সিরিজের ছবি নিয়ে আগ্রহ রয়েছে দর্শকের মধ্যে। অন্যদিকে এই বছর কোয়েল মল্লিক অভিনীত কোনও ছবি মুক্তি পায়নি। মেয়ের জন্ম দেওয়ার জন্য কিছুদিনের কর্মবিরতিতে ছিলেন নায়িকা। ২০২৩-এ কোয়েল অভিনীত ‘জঙ্গলে মিতিন মাসি মুক্তি’ পেয়েছিল দুর্গাপুজোর সময়ে। কিন্তু ২০২৪-এ কোয়েলের কোনও ছবি মুক্তি পায়নি। তাই নায়িকার অনুরাগীরা তাঁর একটা ছবি এই বছর দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। মে মাসে প্রায় প্রতি সপ্তাহে তাবড় তারকাদের ছবির মুক্তি রয়েছে। মাসের শুরুতে মিঠুন চক্রবর্তী আর অঞ্জন দত্ত আসছেন বড় পর্দায়। তারপর মুক্তি পাবে রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আমার বস’।