মাতৃহারা অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় লিখলেন…
ইদানিং তাঁর 'রান্নাঘর'-এর শ্যুটের বাইরে খুব বেশি দেখা মিলছিল না। ২ এপ্রিল তাঁর গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, তবে অভিনেত্রী স্যোশাল মিডিয়ার জানালেন তাঁর অপুরণীয় ক্ষতির কথা।

বাংলা ছবি ও ধারাবাহিকের প্রধান মুখ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ইদানিং তাঁর ‘রান্নাঘর’-এর শ্যুটের বাইরে খুব বেশি দেখা মিলছিল না। ২ এপ্রিল তাঁর গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, তবে অভিনেত্রী স্যোশাল মিডিয়ার জানালেন তাঁর অপুরণীয় ক্ষতির কথা।
বহুদিন অসুস্থ থাকার পর অভিনেত্রীর মা না ফেরার দেশে চলে গেলেন। অভিনেত্রী কনীনিকার মা কল্পনা বন্দ্যোপাধ্যায় মাত্র ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নায়িকার মা। বেশ কিছুমাস ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। কনীনিকাও আপ্রাণ চেষ্টায় ছিলেন ছিলেন মাকে সুস্থ করে তোলার। তবে শেষ রক্ষা হল না। ১ এপ্রিল মাতৃহারা হলেন কনীনিকা। কনীনিকা নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন স্যোশাল মিডিয়ায়। কনীনিকা তাঁর মায়ের খুব কাছের ছিলেন। ছোটবেলা থেকে মেয়ের নৃত্যের প্রতি ভালবাসা দেখে কনীনিকাকে উৎসাহ দিয়েছেন অভিনেত্রীর মা। আজ মাতৃবিয়গে শোকস্তব্ধ কনীনিকা বন্দ্যোপাধ্যায়, স্যোশাল মিডিয়ায় শুধুই লিখলেন, “মাকে হারালাম”।





