নীতু কপূর এবং বরুণ ধাওয়ানের পর এবার আরও এক বলি তারকা কৃতী শ্যানন (Kriti Sanon) করোনা (COVID-19) আক্রান্ত হলেন। এর আগে ‘যুগ যুগ জিও’ ছবির পরিচালক রাজ মেহেতা সহ আক্রান্ত হয়েছেন নীতু এবং বরুণ। সদ্য চণ্ডীগড় থেকে শুটিং মাঝপথে বন্ধ করে এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা মুম্বই ফিরেছেন। এর মধ্যেই কৃতীর রিপোর্ট পজিটিভ এসেছে বলে বলিউড সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কৃতী।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে চণ্ডীগড়ে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন কৃতী। সব রকম সতর্কতা বজায় রেখেই চলছিল শুটিং। কিন্তু তারপরও আক্রান্ত হলেন তিনি। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে চিত্র সাংবাদিকরা তাঁকে মাস্ক খুলে ছবি তোলার জন্য অনুরোধ করলে তিনি এড়িয়ে যান বলে খবর। আর তখনই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে যেন সিলমোহর পড়ে।
আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি
করোনা আতঙ্কের মধ্যেই লকডাউন পর্বের শেষে আনলক পর্বে শুরু হয়েছে বেশ কিছু সিনেমার শুটিং। সব রকম সাবধানতা মেনেই চলছে কাজ। কিন্তু তার মধ্যেও বিপদ এড়ানো যাচ্ছে না। ধর্মা প্রোডাকশন ‘যুগ যুগ জিও’ ছবির প্রযোজক। এখনও তাঁদের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কবে ফের শুটিং শুরু হবে, তা এখনও কেউ জানেন না। ফলে ২০২১-এ এই ছবি মুক্তির বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন, মেয়ের বয়স তিন মাস, সেলিব্রেট করলেন অঙ্কিতা
এর আগে কখনও অভিষেক বচ্চন, কখনও বা সানি দেওল শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। নিউ নর্মালে সব কাজই শুরু হয়েছে। কিন্তু বিপদ পিছু ছাড়ছে না। সব রকম সাবধানতা থাকলেও যে কোনও সময় অভিনেতা বা কলাকুশলীদের আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকছে। তাই ইন্ডাস্ট্রিতে অনেক প্রযোজকই নতুন প্রজেক্ট শুরু করার দিন পিছিয়ে দিতে চাইছেন বলে খবর। কারণ সব কিছুর আগে সুরক্ষার দিকটিকেই প্রাধান্য দিচ্ছেন সকলে।