
হিনা খান বেশ কিছু দিন ধরে চর্চায় রয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন হিনা। এই রোগের সঙ্গে কীভাবে লড়েছেন হিনা, তার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আবার ক’ দিন আগে হিনার বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে সঙ্গী রকি জয়সওয়াল মারণরোগের লড়াইয়ে হিনার পাশে ছিলেন, তাঁকেই বিয়ে করে ভারি খুশি হয়েছেন হিনা।
কিন্তু বলিউডের তারকাদের নিয়ে নানা রকম মন্তব্য করতে ভোলেন না কেআরকে। বলিউডের তাবড় তারকারা তাঁকে অপছন্দ করলেও, তাঁর টুইট ভাইরাল হয়ে যায়। এবার কেআরকে হিনার একটা ছবি পোস্ট করে লিখলেন, সনাতন ধর্ম নিয়েছেন হিনা খান! তা হলে কি নিজের ধর্ম বিসর্জন দিলেন হিনা?
হিনা এমন কিছু ঘোষণা করেননি। হিনার একটা ছবি পেয়েছেন কেআরকে। সেখানে কপালে এমন টিপ রয়েছে হিনার, যা সাধারণত কেউ মন্দিরে গেলে দেখা যায়। কেআরকে হিনাকে ঠেস দিয়েছেন! খান পদবি বাদ দিয়ে তিওয়ারি পদবি নিতে পারেন হিনা, এমন বলেছেন কেআরকে। খান পদবির অপমান করছেন অভিনেত্রী, এমন দাবি কেআরকে-র। এমন টুইট দেখে হিনার কিছু অনুরাগী জানতে চেয়েছেন, তিনি কোনও মন্দিরে গিয়েছেন কিনা।
কিছু নেটিজেন কেআরকে-র সমালোচনা করেছেন। একজনের বক্তব্য, ”কারও ধর্মের ব্যাপারে না জেনে, এরকম টুইট করা অপরাধ। এর অনেক ক্ষতিকর দিক রয়েছে। আপনার এই টুইট ডিলিট করে দেওয়া উচিত।” কেআরকে অবশ্য এই ব্যাপারে সেরকম কোনও পদক্ষেপ করেননি।