‘অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে আসতে পারলে…’, কী বললেন কুণাল

লক্ষণীয় এই ছবিতে কুণাল ঘোষের সঙ্গে যেমন থাকছেন ব্রাত্য বসু, তেমনই থাকছেন কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়। অনন্যা এখন নিয়মিত অভিনয় করছেন। ছবির প্রধান মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই কুণাল ঘোষের অভিনয়ে ডেবিউয়ের বিষয়টা চর্চার কেন্দ্রে চলে এসেছে।

অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে আসতে পারলে..., কী বললেন কুণাল

| Edited By: Bhaswati Ghosh

Jun 05, 2025 | 9:49 AM

পরিচালক অরিন্দম শীলের ছবিতে অভিনয় করছেন সাংবাদিক-রাজনীতিক কুণাল ঘোষ। ‘কর্পূর’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিলেন কেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে কুণাল বললেন, ”সাংবাদিক হিসাবে আমি সব ধরনের মাধ্যমে কাজ করেছি। তারপর একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি দায়িত্ব পালন করি। এবার বিষয়টা নতুন। অরিন্দমের থেকে প্রস্তাব পেলাম ছবিতে একটা চরিত্র করার। অরিন্দম এর আগে যেসব ক্রাইম থ্রিলার তৈরি করেছে, সেগুলো বেশ ভালো। আর আমার বন্ধু ব্রাত্য বসু এই ছবিতে অভিনয় করছে। ওঁকে বলেছি, আমাকে শিখিয়ে পড়িয়ে নিতে। অরিন্দমও এক্ষেত্রে আমার মাষ্টারমশাই।”

অভিনয়ে ডেবিউ করার ব্যাপারে কুণাল আত্মবিশ্বাসী তা বোঝা গেল তাঁর বক্তব্য থেকেই। কুণাল বলছেন, ”আমি ভালো পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে কাজের অনেক ব্যস্ততা রয়েছে। তারপর দুর্গাপুজোর আগে লেখার কাজও আছে। তবে ওয়ার্কশপ করব বলেছি। এতজন অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে আসতে পারলে, একজন সাংবাদিক-রাজনীতিক অভিনয় করতে পারবে না কেন? আমি ভালো পারফর্ম করে দেখাবো।’

লক্ষণীয় এই ছবিতে কুণাল ঘোষের সঙ্গে যেমন থাকছেন ব্রাত্য বসু, তেমনই থাকছেন কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়। অনন্যা এখন নিয়মিত অভিনয় করছেন। ছবির প্রধান মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই কুণাল ঘোষের অভিনয়ে ডেবিউয়ের বিষয়টা চর্চার কেন্দ্রে চলে এসেছে।

কুণাল TV9 বাংলাকে জানিয়েছেন, এর আগে অন্য ছবির চিত্রনাট্য তিনি শুনেছেন। তবে নিজে অভিনয় করছেন, সেই অংশের চিত্রনাট্য পেয়ে তাঁর বেশ ভালো লেগেছে। কুণালের উপর তাঁর যে ভরসা রয়েছে, পরিচালক অরিন্দম চিত্রনাট্যের প্রথম পাতাতে  সে কথাই নিজে হাতে লিখে দিয়েছেন। সেটা উপভোগ করেছেন কুণাল, সে কথা জানিয়েছেন।