
কুমার শানুর সঙ্গে কুনিকার প্রেম চর্চিত। সম্প্রতি একটা পডকাস্টে কুনিকা কুমার শানুর প্রসঙ্গে যেসব কথা বলেছিলেন, সেই অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কুনিকাকে প্রশ্ন করা হয়েছিল, কুমার শানু কি তাঁকে ঠকিয়েছেন? একটু থেমে কুনিকা বলেন, ”এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। আমার বিয়ের পর আমাকে উনি ডেকেছিলেন। আমি বরকে বলেই দেখা করতে গিয়েছিলাম। শানু বলেছিলেন, ”আমি তোমার বাচ্চাদেরকেও নাম দেবো।” আমি বলেছিলাম, আমার বাচ্চাদের নাম তো আছেই। আমি যখন দেখা করতে গিয়েছিলাম, তখন বারবার ফোন আসছিল। তাঁকে শানু বলছিলেন, অতিথির সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছেন। কথা বলতে-বলতে উনি পিছনে ঘুরে তাকান। বাংলোর দিকে। সেই সময়ে আমি উঠে চলে আসি। আর পিছনে ঘুরে দেখিনি।”
কুনিকা এই সাক্ষাত্কারেই খোলসা করেছেন, কুমার শানুকে তিনি ভুলতে পারেননি। শানুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এমনকী শানুর পরিবারের সকলকে তিনি শুভেচ্ছা জানাতে ভোলেননি। যদিও কুনিকার পর শানু একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কুনিকার বক্তব্য, শানুর প্রতি তাঁর যে গভীর ভালোবাসা ছিল, তার কারণেই শানু কোনওদিন বিপদে পড়লে, তিনি পাশে থাকতে রাজি আছেন।
কুনিকার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর গায়কের বাকি প্রেম নিয়েও চর্চা শুরু হয়েছে। নেটিজেনরাও নানা মত প্রকাশ করেছেন কুনিকার এই সাক্ষাত্কার নিয়ে। এক নেটিজেন লিখেছেন, কুমার শানুর সঙ্গে কুনিকার যাই হয়ে থাকুক, সেসব কথা সাক্ষাত্কারে তুলে আনার কোনও কারণ নেই। এতে গায়কের ইমেজের ক্ষতি হতে পারে।