ধারাবাহিকে আর কাজ করবেন না, জানিয়ে দিলেন লিলি

আগামী সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু করছেন লিলি। আসলে তিন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় আর লিলি চক্রবর্তীকে দর্শকরা ছোটপর্দায় দেখতেও ভীষণ পছন্দ করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও বাংলা ধারাবাহিকে কাজ করছেন। 'নিম ফুলের মধু' ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে লিলিকে দেখে বেশ খুশি ছিলেন দর্শকরা। তবে আপাতত আর ছোটপর্দায় দেখা যাবে না লিলিকে।

ধারাবাহিকে আর কাজ করবেন না, জানিয়ে দিলেন লিলি

| Edited By: Bhaswati Ghosh

Jun 14, 2025 | 3:40 PM

ছোটপর্দায় অভিনেত্রী লিলি চক্রবর্তীকে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। তবে ১৪ জুন ‘আজও অর্ধাঙ্গিনী’ শুরুর পুজোতে এসে বর্ষীয়ান অভিনেত্রী খোলসা করে দিলেন, তিনি আর বাংলা ধারাবাহিক করতে চান না। কেন এমন সিদ্ধান্ত? লিলি বলছেন, ”ধারাবাহিকের শুটিং করতে হলে রোজ বাড়ি থেকে বেরোতে হয়। গল্পগুলোও প্রথম দিকে ভালো থাকে। তারপর কেমন একঘেয়ে হয়ে যায়। তখন ইচ্ছা করে না কাজ করতে। তাই ঠিক করেছি, এখন আর ধারাবাহিকে কাজ করব না।”

তবে ছবির কাজ শুরু করছেন অভিনেত্রী। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসানের সঙ্গে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। এই ছবির গল্প বলে, মানুষের জীবনে স্ত্রী হিসাবে না থাকলেও, অর্ধাঙ্গিনী হয়েই থেকে যেতে হয় অনেক সময়ে। এমন সম্পর্ক নিয়ে কী মনে করেন লিলি? ”আমাদের সময়েও ছিল এমন সম্পর্ক। যেখানে সম্পর্ক না থাকলেও মানুষটার পাশে থাকতে হয়। ইদানীং দেখা যায়, সম্পর্ক শেষ মানেই পাত্তা দেওয়া শেষ। কিন্তু এই ছবিতে যেটা দেখানো হচ্ছে, তা দেখে যদি আবার মানুষের চৈতন্য হয়, সেটা বেশ ভালো ব্যাপার।

আগামী সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু করছেন লিলি। আসলে তিন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় আর লিলি চক্রবর্তীকে দর্শকরা ছোটপর্দায় দেখতেও ভীষণ পছন্দ করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও বাংলা ধারাবাহিকে কাজ করছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে লিলিকে দেখে বেশ খুশি ছিলেন দর্শকরা। তবে আপাতত আর ছোটপর্দায় দেখা যাবে না লিলিকে।