করোনা আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী

utsha hazra |

Jan 19, 2021 | 1:07 PM

শনিবার সকালে হঠাৎই জ্বর আসে।তারপর বাড়ির লোকের পরামর্শে করোনা পরীক্ষা করান অভিনেত্রী। রিপোর্ট আসে পজিটিভ।

করোনা আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী
লিলি চক্রবর্তী

Follow Us

করোনা আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী।শনিবার সকালে হঠাৎই জ্বর আসে।তারপর বাড়ির লোকের পরামর্শে করোনা পরীক্ষা করান অভিনেত্রী। রিপোর্ট আসে পজিটিভ।

তবে চিন্তার কোনও কারণ নেই। TV9 বাংলা ডিজিটাল থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান “জ্বর এখন আগের চেয়ে অনেকটাই কম। ওষুধ খাচ্ছি । তাই জ্বর এখন একেবারেই আসছে না। শ্বাসকষ্টও নেই। ডাক্তারের পরামর্শ মত বাড়িতেই ট্রিটমেন্ট হচ্ছে। নার্সিংহোমে ভর্তি হওয়ার মত পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে হাসপাতালের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলা আছে।বাড়িতে থেকেই যখন সুস্থবোধ করছি তাহলে শুধু শুধু নার্সিংহোমে যাব কেন? শারীরিক দিক থেকে যদি খুব অসুস্থ লাগে অবশ্যই নার্সিংহোমে যাব। কিন্তু আপাতত তেমন কিছুই মনে হচ্ছে না।”

আরও পড়ুন: অহংকারহীন এক নীরব দার্শনিক: ‘আমি সৌমিত্র’র পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়

প্রসঙ্গত, ২০২০’র অক্টোবরে মুক্তি পায় তাঁর অভিনীত, সৌকর্য ঘোষাল পরিচালিত ছবি ‘রক্ত রহস্য’। কোয়েল মল্লিকের ঠাকুমার চরিত্রে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের। আর এই মুহূর্তে ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে তাঁকে দেখছিল দর্শকরা । তার মাঝেই অসুস্থ হন অভিনেত্রী। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সবার প্রিয় ‘লিলি আন্টি’। এখন শুধুমাত্র একটাই কামনা।

Next Article