বাড়িতেই ১৪ শাক চাষ করলেন মিমি! ভাইরাল নায়িকার ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 30, 2024 | 6:45 PM

কালীপুজোর আগের দিন প্রতিটি বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চোদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। ভূত চতুর্দশীর দিন প্রতিটি বাড়িতে এই নিয়ম পালন করা হয়। তা তিনি তারকা হন কিংবা আমজনতা। তেমনই ভূত চতুর্দশীর সব নিয়ম পালন করছেন নায়িকা।

বাড়িতেই ১৪ শাক চাষ করলেন মিমি! ভাইরাল নায়িকার ভিডিয়ো

Follow Us

কালীপুজোর আগের দিন প্রতিটি বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চোদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। ভূত চতুর্দশীর দিন প্রতিটি বাড়িতে এই নিয়ম পালন করা হয়। তা তিনি তারকা হন কিংবা আমজনতা। তেমনই ভূত চতুর্দশীর সব নিয়ম পালন করছেন নায়িকা। এমনই একটি ছোট ভিডিয়ো পোস্ট করলেন নায়িকা।

এমনিতে অভিনেত্রীর যে গাছপালার শখ সেটা তাঁর সমাজমাধ্য়মের পাতা দেখলেই বোঝা যায়। এবার তিনি নিজের বারান্দাতেই চাষ করলেন চোদ্দ শাক। সেই ভিডিয়োই পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে নিজের বাগান থেকে শাক তুলছেন নায়িকা। ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী। নিজে ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “নিজের লাগানো চোদ্দ শাক নিয়ে মাতামাতি।” তাঁর ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত দর্শকও।

 

মিমি একদিকে যেমন পশুপ্রেমী তেমনই আবার অন্য দিকে তাঁর বাগান করার শখও রয়েছে। নানা ধরনের ফুলের গাছ রয়েছে তাঁর। প্রতিদিন অনেক ধরনের ফুলও ফুটতে দেখা যায়। কাজের যতই চাপ থাকুক না কেন, রকমারি ফুল, ফলের বাগান তৈরি করেছেন তিনি। কিছু দিন তাঁর গাছে বেশ সুন্দর জামরুল ফলও ফলেছিল। যা পোস্ট করেছিলেন তিনি। সিনেমার শুটিং, পরিবার আর নিজের পোষ্যদের নিয়েই তাঁর জগত্‍। নিজের মতোই জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু করবেন।

Next Article