হাজার হাজার মানুষের সামনে শুভশ্রীকে ঠোঁটে ডুবলেন রাজ, আদুরে বর্ষবরণ যুগলের

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 01, 2025 | 8:00 PM

সাফল্যের মধ্যগগনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে রাজ পরিচালিত 'সন্তান' ছবিটি। তারপরেই ছেলে মেয়েকে নিয়ে ফুকেতে পাড়ি দিয়েছেন রাজ শুভশ্রী।

1 / 8
সাফল্যের মধ্যগগনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে রাজ পরিচালিত 'সন্তান' ছবিটি। তারপরেই ছেলে মেয়েকে নিয়ে ফুকেতে পাড়ি দিয়েছেন রাজ শুভশ্রী।

সাফল্যের মধ্যগগনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে রাজ পরিচালিত 'সন্তান' ছবিটি। তারপরেই ছেলে মেয়েকে নিয়ে ফুকেতে পাড়ি দিয়েছেন রাজ শুভশ্রী।

2 / 8
তবে বছর শেষের এই ট্রিপে যুগলের সঙ্গে রয়েছেন তাঁদের বন্ধুরা এবং ভাগ্নীদেরও সঙ্গে করে ঘুরতে নিয়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। তাঁদের নিউ ইয়ার ইভের এই ট্রিপের বিভিন্ন ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

তবে বছর শেষের এই ট্রিপে যুগলের সঙ্গে রয়েছেন তাঁদের বন্ধুরা এবং ভাগ্নীদেরও সঙ্গে করে ঘুরতে নিয়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। তাঁদের নিউ ইয়ার ইভের এই ট্রিপের বিভিন্ন ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

3 / 8
ছেলে মেয়েদের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা-পরিচালক। কখনও বালি নিয়ে খেলা করছে একরত্তি ইয়ালিনি। কখনও আবার দাদা ইউভান বোনকে আদরে ভরিয়ে দিচ্ছে।

ছেলে মেয়েদের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা-পরিচালক। কখনও বালি নিয়ে খেলা করছে একরত্তি ইয়ালিনি। কখনও আবার দাদা ইউভান বোনকে আদরে ভরিয়ে দিচ্ছে।

4 / 8
বর্ষবরণের রাতে সবচেয়ে মিষ্টি ছবিটি প্রকাশ্যে এল। শুভশ্রীকে আদরে ভরালেন রাজ। ফুকেতের সমুদ্র পারে একে অপরে বুঁদ তারকা দম্পতি। সেই মুহূর্তই ফ্রেমবন্দি হল।

বর্ষবরণের রাতে সবচেয়ে মিষ্টি ছবিটি প্রকাশ্যে এল। শুভশ্রীকে আদরে ভরালেন রাজ। ফুকেতের সমুদ্র পারে একে অপরে বুঁদ তারকা দম্পতি। সেই মুহূর্তই ফ্রেমবন্দি হল।

5 / 8
একে অপরের ঠোঁটে ডুব দিলেন তাঁরা। রাজ-শুভশ্রীর আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুললেন না উপস্থিত যুগলের বন্ধুরা। সঙ্গে সঙ্গেই গোটা আকাশ ভরে গেল আলোয়।

একে অপরের ঠোঁটে ডুব দিলেন তাঁরা। রাজ-শুভশ্রীর আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুললেন না উপস্থিত যুগলের বন্ধুরা। সঙ্গে সঙ্গেই গোটা আকাশ ভরে গেল আলোয়।

6 / 8
বাজি, ল্যান্টার্নের আলোয় ভরপুর চারিদিক। আদরে, ভালবাসায় নতুন বছরকে স্বাগত জানালেন তাঁরা।

বাজি, ল্যান্টার্নের আলোয় ভরপুর চারিদিক। আদরে, ভালবাসায় নতুন বছরকে স্বাগত জানালেন তাঁরা।

7 / 8
এর আগেও রাজ-শুভশ্রীর এমন আদুরে মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছে বেশ কয়েকবার। যা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। তবে শুভশ্রী বার বার বলেছেন তিনি কোনও নেতিবাচক মন্তব্যে গুরুত্ব দেন না।

এর আগেও রাজ-শুভশ্রীর এমন আদুরে মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছে বেশ কয়েকবার। যা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। তবে শুভশ্রী বার বার বলেছেন তিনি কোনও নেতিবাচক মন্তব্যে গুরুত্ব দেন না।

8 / 8
আপাতত 'সন্তান' জ্বরে আক্রান্ত গোটা শহর। নায়িকার অভিনয় দেখে মুগ্ধ সবাই। নতুন বছরে রাজ-শুভশ্রীর নতুন নতুন কাজ দেখার অপেক্ষায় সবাই।

আপাতত 'সন্তান' জ্বরে আক্রান্ত গোটা শহর। নায়িকার অভিনয় দেখে মুগ্ধ সবাই। নতুন বছরে রাজ-শুভশ্রীর নতুন নতুন কাজ দেখার অপেক্ষায় সবাই।

Next Photo Gallery