লন্ডনে গিয়ে শ্রাবন্তীর কীর্তি ফাঁস, যা করেছেন ভাবতেও পারবেন না!
Srabanti Chatterjee: শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বাংলা সিনেমা জগতের প্রথম সারির এই অভিনেত্রী আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও বাস্তব জীবনে একেবারেই তেমনটা নন। হাতেপায়ে দারুণ দুষ্টু তিনি। ছোটবেলায় পাঁচিলের উপর দিয়ে দৌড়নো থেকে শুরু আরও নানা কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বাংলা সিনেমা জগতের প্রথম সারির এই অভিনেত্রী আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও বাস্তব জীবনে একেবারেই তেমনটা নন। হাতেপায়ে দারুণ দুষ্টু তিনি। ছোটবেলায় পাঁচিলের উপর দিয়ে দৌড়নো থেকে শুরু আরও নানা কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। তবে দুষ্টুমি যে আজও কমেনি সে প্রমাণই মিলল এবার। হতে পারত ভয়ানক কান্ড, লন্ডনে গিয়ে কী এমন করেছিলেন নায়িকা?
দোতলার রান্নাঘরের ছোট জানলার পাশেই নিচের একটি ঘরে অ্যাসবেস্টরের ফলস সিলিং। হঠাৎ করেই শ্রাবন্তীর ইচ্ছে হয় সেই ছোট জানলা দিয়ে বের হয়ে সেই ফলস সিলিংয়ের উপরে দাঁড়াতে। ফলস সিলিংয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেই যাচ্ছিলেন কিন্তু বন্ধুরা আটকে দেন তাঁকে। একজন তো প্রশ্ন করেই ফেলেন, ‘খতরো কি খিলাড়ি হওয়ার সাধ জাগল কেন?” ‘পড়ে যাবি, পড়ে যাবি’ চিৎকারের পর নিজেকে আটকান শ্রাবন্তী। তবে তাঁর এই কীর্তি মোটেও ভালভাবে নেননি তাঁর ভক্তরা। তাঁদের প্রশ্ন, ‘সত্যিই যদি ফলস সিলিং ভেদ করে পড়ে যেতেন তিনি, তবে কী হত’? ওদিকে শ্রাবন্তীর হেসে উত্তর, “ছোটবেলায় আমি এমন অনেক করেছি। রেলিংয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম।”
View this post on Instagram
খুব ছোট বয়সে বিয়ে করে নেন শ্রাবন্তী। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। তাঁর সন্তানও এখন প্রাপ্তবয়স্ক। অন্যদিকে অভিনেত্রীর হাতেও একগুচ্ছ কাজ। রাজর্ষি দে’র ‘সাদা রঙের পৃথিবী’তে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’তেও তাঁকে দেখা যাবে নামভূমিকায়।





