সিরিয়ালে ফিরছেন মধুবনী, কোন ধারাবাহিকে দেখা যাবে জানেন?

মাঝেমধ্যেই তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছে বহুবার। বিশেষ করে সন্তানকে সময় দেওয়ার জন্য কেরিয়ার থেকে বিরতি নেওয়া নিয়ে, অনেকে অনেক কিছুই বলেছিলেন। এবার সেই মধুবনীই ফিরছেন পর্দায়। 

সিরিয়ালে ফিরছেন মধুবনী, কোন ধারাবাহিকে দেখা যাবে জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 23, 2025 | 3:32 PM

দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। একসময় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। তবে মা হওয়ার পর কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এ সময় নিজের পার্লার ব্যবসা এবং ইউটিউব ভ্লগিং নিয়েই ব্যস্ত ছিলেন মধুবনী। তবে মাঝেমধ্যেই তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছে বহুবার। বিশেষ করে সন্তানকে সময় দেওয়ার জন্য কেরিয়ার থেকে বিরতি নেওয়া নিয়ে, অনেকে অনেক কিছুই বলেছিলেন। এবার সেই মধুবনীই ফিরছেন পর্দায়।

সম্প্রতি খবর মিলেছে, স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরসখা’-তে এক নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের মূল চরিত্র কমলিনীর পক্ষের উকিল হিসেবে স্ক্রিনে আসতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবার থেকেই তাঁর ট্র্যাক সম্প্রচার শুরু হয়েছে।

প্রসঙ্গত, ‘চিরসখা’ ধারাবাহিকে এখন জমজমাট ট্র্যাক চলছে। ‘কমলিনী’র মৃত স্বামী ‘চন্দ্র’ হঠাৎ ফিরে আসে, যা দেখে হতচকিত হয় দুই পরিবার। প্রথমে সবাই চায়, কমলিনী যেন আবার চন্দ্রকে গ্রহণ করে সংসার শুরু করে। কিন্তু চিত্রটা বদলে যায়, যখন চন্দ্রর দ্বিতীয় স্ত্রী সোহিনী এবং তাঁদের মেয়ে সোহালিনী হাজির হয়। ধীরে ধীরে জানা যায়, টাকার লোভেই সোহিনীকে বিয়ে করেছিল চন্দ্র। এখন সেই টাকাও শেষ, তাই পুরনো সংসারে ফিরে এসে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সে।

এই মুহূর্তে সোহিনী চাইছে, মেয়ে সোহালিনীকে নিয়ে কমলিনীর সঙ্গে একই ছাদের তলায় থাকতে। এমন টানটান পরিস্থিতির মাঝে কমলিনীর হয়ে আইনি লড়াই লড়তে আসছেন মধুবনী, যাঁর উপস্থিতি গল্পে নিয়ে আসবে নতুন উত্তেজনা ও মোড়। দর্শকদের অনেকেই ইতিমধ্যেই উচ্ছ্বসিত অভিনেত্রীর কামব্যাক নিয়ে। এবার দেখার, এই নতুন চরিত্রে মধুবনী কতটা প্রভাব ফেলতে পারেন।