‘আমার বাংলা গান বেরোলেই…’,ক্ষোভ উগরে দিলেন গায়িকা মধুবন্তী

মধুবন্তী বাগচী বাংলার মেয়ে। কিন্তু এখন বলিউডে গানের দুনিয়ার গায়িকার অবাধ বিচরণ। তাঁর ঝুলিতে সুপারহিট সব হিন্দি গান। পাশাপাশি বাংলা ছবিতেও গান গাইছেন। যেমন সম্প্রতি 'গৃহপ্রবেশ' ছবিতে গান গাইলেন মধুবন্তী। কিন্তু যখন বাংলায় থেকে গায়িকা হিসাবে উন্নতি করার চেষ্টা করছিলেন, তখন বাধার মুখে পড়েছেন।

আমার বাংলা গান বেরোলেই...,ক্ষোভ উগরে দিলেন গায়িকা মধুবন্তী

| Edited By: Bhaswati Ghosh

Jun 30, 2025 | 8:08 AM

মধুবন্তী বাগচী বাংলার মেয়ে। কিন্তু এখন বলিউডে গানের দুনিয়ার গায়িকার অবাধ বিচরণ। তাঁর ঝুলিতে সুপারহিট সব হিন্দি গান। পাশাপাশি বাংলা ছবিতেও গান গাইছেন। যেমন সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ছবিতে গান গাইলেন মধুবন্তী। কিন্তু যখন বাংলায় থেকে গায়িকা হিসাবে উন্নতি করার চেষ্টা করছিলেন, তখন বাধার মুখে পড়েছেন। একটা সময়ে কিছুটা বিরক্ত হয়েই ঠিক করেন, মুম্বই গিয়ে স্ট্রাগল করবেন। এবার ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন মধুবন্তী।
তিনি লিখেছেন, ”একটা সময় ছিল যখন আমার বাংলা গান বেরোলেই মন খারাপ হয়ে যেত। কমেন্ট সেকশনে শুধু পড়তাম আমি ছাড়া আর কে গাইলে ভালো হতো। ভাগ্যিস! নিজের শহর আমাকে গ্রহণ করেনি বলেই, আমি শহরটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। তারপর পরিশ্রম করেছি। আর আজকে এমন একটা জায়গায় পৌঁছতে পেরেছি যে জাতীয় স্তরের ছবিতে আমার গান থাকছে আর তার জন্য আমি সম্মান পাচ্ছি।”
তবে মধুবন্তী ‘আজ কি রাত’, ‘উয়ি আম্মা’ বা ‘পিলিংস’-এর মতো সুপারহিট সব গান গাওয়ার পরেও, এখনও পরিস্থিতি বদলায়নি। গায়িকা লিখেছেন, ”আজও আমার গানের কমেন্ট সেকশনে বাঙালির উপযুক্ত গায়িকা খোঁজা চলছে, কেউ কেউ আবার বলছেন “নতুন”দের “সুযোগ” দেওয়া উচিত। তাই আপনাদের বলছি, যদি এমন হয় যে গান গেয়ে কেরিয়ার তৈরির জন্য আপনি লড়ছেন আর আমার মতো একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা হলে বলব, বড় জায়গায় এসে যুদ্ধ করুন। হয়তো আপনার মনে হবে, আপনার গুরুত্ব অনেক বেশি। এমন একটা পোস্ট করলাম বলে দুঃখিত। কিন্তু মন থেকেই কথাগুলো বললাম।”