মধুবন্তী বাগচির গানে, বৃষ্টিস্নাত ‘বিগ বুল’ প্রতীক গান্ধী
একগাল হাসি তাঁর ঠোঁটে, তারপর বললেন, “না না আমি স্নান করাব না, আমার গান করাতে পারে...
কলারটিউনে নিজের গাওয়া গান রেখেছেন গায়িকা, ‘জোৎস্না রাতে সবাই গিয়েছে বনে’। তবে মধুবন্তী বাগচি (Madhubanti Bagchi) নিজে তিন বছরের ‘জোৎস্না’ রাত কাটাচ্ছেন আরব সাগরপারে। ফোনে ভয়েস নোটে জানালেন এক্সাইটেড কারণ বহুদিন পরে বাংলা নতুন গান রিলিজ করছে। ‘হইচই’-এর ‘চরিত্রহীন-৩’-এ গান গেয়েছেন বেহালার মেয়ে মধুবন্তী।
তবে একদিকে শহরের তাপমাত্রা কমছে রোজ, আর আপনি সবাইকে বৃষ্টিতে স্নান করতে চাইছেন!
প্রশ্নটা শুনেই একগাল হাসি তাঁর ঠোঁটে, তারপর বললেন, “না না আমি স্নান করাব না, আমার গান করাতে পারে।”
আরও পড়ুন ইনস্টাগ্রামে সেরা ২৫ প্রভাবশালীর তালিকায় ‘বিরুষ্কা’ এবং মোদীজি
সবে দু’দিন হয়েছে ইউটিউবে মুক্তি পেয়েছে মধুবন্তীর গলায় হিন্দি গান ‘অব কে সাওয়ান’। যা পথে এগচ্ছে এক লক্ষ ভিউজে পৌঁছতে খুব বেশি সময় নেবে না গায়িকার গান।
‘অব কে সাওয়ান’ গানে সুর দিয়েছেন ডুয়ো কম্পোজার শচীন-জিগর (Sachin-Jigar)। যাঁরা এর আগে ‘জিনা জিনা’ (বদলাপুর) , ‘সাইবো’ (শোর ইন দ্য সিটি), ‘গুলাবি’র (শুদ্ধ দেসি রোম্যান্স) মতো সুপারহিট গান বলিউডকে দিয়েছেন।
View this post on Instagram
কীভাবে এল গান গাওয়ার অফার?
“শচিন-জিগর, দু’জনের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তাঁরা আমার গান শুনেছেন এবং পছন্দও করেন। একটি গুজরাটি ছবির জন্য গানটি গেয়েছিলাম। হিন্দি অংশ কিছু ছিল না। উনি চেয়েছিলেন এমন এক গান যা কন্টেম্পারারি এবং নয়ের দশকের ইন্ডি পপের আমেজও থাকবে। তারপরই এ গানের কাজ শুরু হয়।”
গানের কথা লিখেছন গুজরাটের নামকরা গীতিকার ভার্গব পুরোহিত। গুজরাটি ছবিটি মুক্তি পায়নি তা-ই একেবারে ইন্ডিপেনডেন্টভাবে রিলিজ হল গান।
তবে এ গানের ‘চেরি অন দ্য কেক’ কিন্তু দ্য ‘বিগ বুল’। বুঝলেন না?
গানের ভিডিওতে অভিনয় করেছেন ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত প্রতীক গান্ধী! বৃষ্টিতে ছাতা ধরে রেখেছেন (Pratik Gandhi) তাঁর প্রিয়তমার জন্য। আর গানের লাইনে ‘অব কে সাওয়ান মোরে পিয়া, মানে না মোরা জিয়া…’
দেখুন সেই ভিডিও