
দ্বিতীয় বিয়ে করার জন্য মনস্থির করে ফেললেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের ঘোষণা করে দিয়েছিলেন আগেই। তাঁর হবু শাশুড়িকে নিয়ে মধুমিতা পৌঁছে গিয়েছিলেন একটা ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে। তা দেখেই বোঝা গিয়েছিল, সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন। এবার সেই তথ্য মিডিয়ার সামনে চলে এলো।
দেবমাল্যর ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, ”মধুমিতা আর দেবমাল্য সামনের বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। জানুয়ারি মাসে হবে বিয়ে। এখনও পর্যন্ত তাই ঠিক রয়েছে। ডিসেম্বর মাসে ওদের বাড়িতে অন্য একটা অনুষ্ঠান হওয়ার কথা।” বিয়েতে কী ধরনের সাজ হতে পারে, তা নিয়ে মধুমিতা এবং তাঁর প্রেমিক দু’ জনেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।
মধুমিতা বাংলা ধারাবাহিকে কাজ করতে শুরু করেন বেশ কম বয়সে। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে তাঁর নায়ক ছিলেন সৌরভ চক্রবর্তী। পরিচালক-অভিনেতা সৌরভের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। যদিও সেই সম্পর্ক টেকেনি। বিয়ে ভাঙা নিয়ে বেশ টানাপোড়েন চলে দু’ পক্ষের মধ্যে। তারপর ডিভোর্স করে নেন তাঁরা। প্রথম বিয়ে ভাঙলে অনেকে যেমন আর বিয়ের পথে এগোতে চান না, মধুমিতা সেরকম নন। তিনি দেবমাল্যর মধ্যে একজন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন, তা আগেই জানিয়েছেন। বাংলা ছবির ক্ষেত্রে ২০২৫-এ দু’ টো ছবি মুক্তি পেয়েছে নায়িকার। ‘ফেলুবক্সী’ আর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ কোনওটাই বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। এখন যে মধুমিতা নিয়মিত বাংলা ছবির শুটিং করছেন, তেমন নয়। আগামী বছর তাঁর কোন-কোন বাংলা ছবি মুক্তি পাবে, তা দেখার অপেক্ষা।