রবিবার কীভাবে সময় কাটান মধুমিতা সরকার?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 21, 2021 | 5:35 PM

রবিবার মানেই ছুটির দিন। অন্তত অনেকের কাছেই রবিবার কাজ থেকে ছুটি। নিজের মতো সময় কাটানোর প্ল্যান করেন সকলে। মধুমিতা রবিবার দিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে ভালবাসেন।

রবিবার কীভাবে সময় কাটান মধুমিতা সরকার?
মধুমিতা সরকার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

ক্যাজুয়াল টপ। নো মেকআপ লুক। গাড়ির সামনের আসনে বসে রয়েছেন তিনি। চোখে উদাস দৃষ্টি। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) মধুমিতা সরকার (Madhumita Sarcar)। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের এমনই একটি ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, অনুরাগীদের জানিয়েছেন তাঁর রবিবারের প্ল্যান।

রবিবার মানেই ছুটির দিন। অন্তত অনেকের কাছেই রবিবার কাজ থেকে ছুটি। নিজের মতো সময় কাটানোর প্ল্যান করেন সকলে। মধুমিতা রবিবার দিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে ভালবাসেন। লং ড্রাইভ তাঁর পছন্দের। রবিবার হাতে অনেকটা সময় থাকে। ফলে এই দিনটাই নিজের মতো করে গাড়িতে চড়ে বেড়িয়ে যান। গাড়ি চালালে সিটবেল্ট পরতেই হবে, এই বার্তাও দিয়েছেন তিনি।

শুধু নিজের পরিকল্পনা জানিয়েই থেমে থাকেননি মধুমিতা। অনুরাগীদের কাছে তাঁদের পরিকল্পনা জানতে চেয়েছেন। কেউ লিখেছেন, ঘুমিয়েই কেটে যায় ছুটির দিন। কেউ লিখেছেন, অন্য দিনের মতোই খাওয়া এবং ঘুম, তারপর সেই কাজেরই পুনরাবৃত্তি। আবার কোনও অনুরাগী আবদার করেছেন, পছন্দের অভিনেত্রীর থেকে উত্তর পেলে তাঁর রবিবারটা স্পেশ্যাল হয়ে যাবে।

আরও পড়ুন, ছ’মাস বয়সেই প্রথম পার্টি করল ইউভান!

অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছে মধুমিতার। তাঁরা দীর্ঘ কয়েক মাস আলাদা থাকেন। কিন্তু আইনি বিচ্ছেদ এখনও সম্পূর্ণ হয়নি। নিজের মতো করে সিঙ্গলহুড এনজয় করছেন, এ কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি। মৈনাক ভৌমিকের পরিচালনায় প্রথম ছবি ‘চিনি’-তে মধুমিতার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। কাজ, ছুটিতে নিজের মতো করে সময় কাটানো, ফের কাজ… এই রুটিনে অভ্যস্ত হয়ে গিয়েছেন মধুমিতা।

Next Article