
বলিউড স্টার অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে এবার নেটপাড়ায় শোরগোল। তুমুল বিতর্কে নায়িকা। কী এমন ঘটল? কানাডায় তাঁর সাম্প্রতিক এক লাইভ কনসার্ট ঘিরে ক্ষোভে ফুঁসছেন দর্শকেরা। যাঁর মন কাড়া হাসি ও নাচ-অভিনয়ে একসময়ে মুগ্ধ ছিলেন লাখ লাখ অনুরাগীরা, তাঁদেরই একাংশ এখন নায়িকার শো-কে বলছেন নাকি “সময়ের অপচয়”। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একের পর এক ভিডিয়ো, যেখানে দর্শকদের অভিযোগ— “অত্যন্ত খারাপ আয়োজন, সময় ও টাকার সম্পূর্ণ অপচয়।”
দর্শকদের দাবি, মাধুরীর কনসার্টে চরম বিশৃঙ্খলা দেখা যায়। টিকিট কেটে তিন ঘণ্টা ধরে বসে থাকার পরও অনুষ্ঠান শুরু হয়নি সময়মতো। কেউ কেউ লিখেছেন, “এত দেরি কেন? এত দামি টিকিট কেটে যদি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তবে এর মানে কী?” আরও অভিযোগ উঠেছে, মাধুরী প্রত্যাশিতভাবে পারফর্ম করেননি। বরং প্রতিটি গানে মাত্র কয়েক সেকেন্ড করে নেচে মাঝেমাঝে গল্প করেছেন দর্শকদের সঙ্গে।
ক্ষোভে ভরছে কমেন্ট সেকশন। এক দর্শক লিখেছেন, “কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড নেচে গল্প করবেন মাধুরী!” কেউ বলছেন, “এটা কোনও শো নয়, এক প্রহসন। টিকিটের দাম ফেরত দেওয়া হোক।” অনেকে আবার সরাসরি আয়োজকদের দায়ী করেছেন এমন বিশৃঙ্খলার জন্য, দাবি তুলেছেন ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার।
তবে এ ঘটনার পরও এখনও পর্যন্ত মাধুরী দীক্ষিত বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিল্পীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, বিষয়টি নিয়ে তাঁরা সচেতন এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে মাধুরীর বক্তব্য সামনে আনা হবে। এর আগেও কানাডাতেই গায়িকা নেহা কক্করের শো ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই একই অভিজ্ঞতার মুখে পড়লেন বলিউডের প্রিয় ‘ধক ধক গার্ল’।