
অশ্বিন কুমারের ‘মহাবতার নরসিংহ’ বক্স অফিসে আরও একটি নতুন মাইলফলক ছুঁয়েছে। মুক্তির ৩১তম দিনে, ছবিটির হিন্দি ভার্সন সংগ্রহ করেছে প্রায় ১৭৫ কোটি, যা অজয় দেবগণের ‘রেড ২’–এর ব্যবসা প্রায় ১৭৩ কোটি-কে ছাড়িয়ে গিয়েছে। এই অর্জনের মাধ্যমে ‘মহাবতার নরসিংহ’ এখন ২০২৫ সালের চতুর্থ সর্বোচ্চ হিন্দি আয়কারী ছবির স্থান অধিকার করেছে। এটি একটি বিশাল কৃতিত্ব, বিশেষ করে একটি অ্যানিমেটেড পৌরাণিক কাহিনি-নির্ভর ছবির জন্য, যা মুক্তির পর থেকেই কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছিল।
‘মহাবতার নরসিংহ’-র হিন্দি সংস্করণ প্রথম দিনে ১.৩৫ কোটি আয় করেছিল, যা ছিল একেবারেই সাধারণ শুরু। তবে দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ে, যার ফলে ছবির আয় দ্রুত বাড়ে। মাত্র এক সপ্তাহেই হিন্দি ভার্সনের আয় পৌঁছায় ৩২.৪৫ কোটিতে, যদিও একই সময়ে মুক্তিপ্রাপ্ত ‘সইয়ারা’ ছবিটা তখন বক্স অফিস শাসন করছিল। দ্বিতীয় সপ্তাহান্তে, ছবিটি দুর্দান্ত গতি পায় এবং সেই সপ্তাহান্তেই হিন্দি ভার্সন যোগ করে আরও ৫৪.৯৫ কোটি। তৃতীয় ও চতুর্থ সপ্তাহেও ছিল দারুণ গতি। তৃতীয় সপ্তাহেও ছবিটির জনপ্রিয়তা অব্যাহত থাকে এবং সেই সময়ে আরও ৫৩.৭৫ কোটি আয় হয়। যদিও চতুর্থ সপ্তাহে ছবির আয় কিছুটা কমে দাঁড়ায় ২৪.৬ কোটি।
পঞ্চম সপ্তাহান্তে আসে বড়সড় টার্নিং পয়েন্ট। মুক্তির ৩০তম দিনে ছবিটি আয় করে ৩.৬ কোটি, আর ৩১তম দিনে (রবিবার) তা বেড়ে হয় ৪.৬৫ কোটি। হিন্দি ভার্সনের মোট আয় দাঁড়ায় ১৭৫.৪ কোটি, যা ‘রেড ২’-র আয় ছাড়িয়ে যায় এবং ‘মহাবতার নরসিংহ’–কে ২০২৫ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির খেতাব এনে দেয়। কিছুদিন আগেই ছবিটি আমির খানের ‘সিতারে জ়মিন পর’-কে সরিয়ে দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছিল। এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে ‘ছাবা’ আর ‘সাইয়ারা’-র পরেই আছে এই ছবিটা।