এবার রাজামৌলির ফ্রেমে প্রিয়াঙ্কা, ছবির বাজেট শুনলে চোখ উঠবে কপালে

পরিচালক রাজামৌলি জানিয়েছেন, এটি এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে চলেছে— তবে দুই পর্বে নয়। ছবির দৈর্ঘ্য হতে পারে প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট।

এবার রাজামৌলির ফ্রেমে প্রিয়াঙ্কা, ছবির বাজেট শুনলে চোখ উঠবে কপালে

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 04, 2025 | 2:43 PM

গত কয়েক বছরে একটা বিষয় সিনেপ্রেমীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আর তা হল পরিচালক এস. এস. রাজামৌলির ছবি মানেই হিট। তাই সর্বদাই সকলের নজরের কেন্দ্রে থাকে এবার কোন চমক তিনি আনতে চলেছেন। আর এবার তিনি খবরের শিরোনামে, কারণ তৈরি করছেন তাঁর সবচেয়ে বড় ছবি, স্বপ্নের প্রজেক্ট ‘SSMB 29’। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার মাহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন। সূত্রের খবর, সম্প্রতি ছবির বড় একটি অংশের শুটিং হয়েগিয়েছে কেনিয়ার নানান সুন্দর লোকেশনে, যার মধ্যে ছিল মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু এবং কিলিমাঞ্জারোর মতো জায়গা। কেনিয়ার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এই শুটিংয়ের প্রশংসা করেছেন বলে খবর।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে, এই ছবির বাজেট ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এই বিশাল বাজেটের কারণে একে ভারতের অন্যতম বড় সিনেপ্রজেক্ট বলে মনে করা হচ্ছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১২০টি দেশে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। পরিচালক রাজামৌলি জানিয়েছেন, এটি এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে চলেছে— তবে দুই পর্বে নয়। ছবির দৈর্ঘ্য হতে পারে প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট।

ছবির মহরত পুজো হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, আর শুটিং শুরু হয় এপ্রিল থেকে। এখন পর্যন্ত ওড়িশা, হায়দরাবাদ এবং কেনিয়ায় শুটিং হয়েছে। সম্প্রতি মাহেশ বাবুর জন্মদিনে প্রকাশিত হয়েছে এই ছবির একটি পোস্টার। তবে রাজামৌলি জানিয়েছেন, সিনেমা সম্পর্কিত বড় আপডেট দেওয়া হবে এবং নাম প্রকাশ করা হবে নভেম্বর মাসে। যদিও ছবি মুক্তিতে দীর্ঘ অপেক্ষা করতে হবে। রাজামৌলির ছবি মানেই তা তিন চার বছরের প্রজেক্ট। তা কারও অজানা নয়। তবে দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার এহেন প্রজেক্টে। ফলে ছবি ঘিরে দর্শক মনে একাধিক কৌতূহল বর্তমান। যদিও শোনা যাচ্ছে ছবি মুক্তির সম্ভাবনা ২০২৭ সালে।