সৃজিতের ছবিতে কোন চরিত্রে অভিনয় করার কথা ছিল মহুয়ার, জানেন?

লক্ষণীয় রাজনীতির সঙ্গে জড়িত মানুষরা বাংলা ছবিতে অভিনয় করলে, তা চর্চার কেন্দ্রে থাকছে। গত বছর মহুয়া যে সৃজিতের ছবিতে অভিনয় করতে পারেন, তা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এই বছর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কিলবিল সোসাইটি' ছবিতে দেখা গিয়েছে শতরূপ ঘোষকে। আবার সম্প্রতি ঘোষণা হয়েছে অরিন্দম শীল পরিচালিত 'কর্পূর' ছবিতে অভিনয়ে ডেবিউ করবেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার অনন্যা বন্দ্য়োপাধ্যায়ও নিয়মিত অভিনয় করছেন।

সৃজিতের ছবিতে কোন চরিত্রে অভিনয় করার কথা ছিল মহুয়ার, জানেন?

| Edited By: Bhaswati Ghosh

Jun 06, 2025 | 2:08 PM

সাংসদ মহুয়া মৈত্র নতুন করে খবরের শিরোনামে। সম্প্রতি বিয়ে করলেন তিনি। ৫ জুন থেকে সাংসদের বিয়ের ছবি ভাইরাল। বিয়ের দিন বেশ সুন্দর করে সেজেছিলেন মহুয়া। সাংসদকে তাঁর এই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুরাগী থেকে সহকর্মীরা। তবে টলিপাড়া জানে, আরও একটা ইনিংস শুরু করার কথা ছিল সাংসদের। তবে শেষ পর্যন্ত সেটা বাধাপ্রাপ্ত হয়।

গত বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটার কাস্টিংয়ের সময়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের তরফে অভিনয় করার প্রস্তাব গিয়েছিল মহুয়া মৈত্রর কাছে। মহুয়া ছবির চরিত্র শুনে ছবিটায় অভিনয় করতে চেয়েছিলেন বলেই খবর। তবে শেষ পর্যন্ত রাজনীতির সঙ্গে জড়িত কাজের ব্যস্ততা থাকার কারণে মহুয়া সময় বের করতে পারেননি। এই ছবিতে ১২ জন প্রধান মুখ ছিলেন, যাঁদের একসঙ্গে ওয়ার্কশপ করা জরুরি ছিল। তাই অতটা সময় দেওয়া মহুয়ার পক্ষে সম্ভব ছিল না। যে চরিত্রের জন্য মহুয়ার কাছে প্রস্তাব গিয়েছিল, সেই চরিত্রে ছবিতে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়।

লক্ষণীয় রাজনীতির সঙ্গে জড়িত মানুষরা বাংলা ছবিতে অভিনয় করলে, তা চর্চার কেন্দ্রে থাকছে। গত বছর মহুয়া যে সৃজিতের ছবিতে অভিনয় করতে পারেন, তা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এই বছর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ ছবিতে দেখা গিয়েছে শতরূপ ঘোষকে। আবার সম্প্রতি ঘোষণা হয়েছে অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ছবিতে অভিনয়ে ডেবিউ করবেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার অনন্যা বন্দ্য়োপাধ্যায়ও নিয়মিত অভিনয় করছেন। সৃজিতের ছবিতে মহুয়া অভিনয় করলে, তা নিয়ে যে দর্শকের আগ্রহ থাকত, সে বিষয়ে সংশয় নেই।