Bangla News Entertainment Maine Pyar Kiya Actress Bhagyashree On Getting Married To Husband Himalay Against Her Family’s Wish, Quitting Bollywood And Her Filmy Real Life Romance
Bhagyashree: পালিয়ে বিয়ে, স্বামীর অধিকারবোধ, কোনও সিনেমার চেয়ে কম নয় ভাগ্যশ্রীর জীবন
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Mar 02, 2022 | 7:44 PM
Bhagyashree and her real life: 'ম্যানে পেয়ার কিয়া' সিনেমার মতোই অতি নাটকীয় ছিল ভাগ্যশ্রীর অফ-ক্যামেরার জীবন। জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
1 / 6
রিয়্যালিটি শো 'স্মার্ট জোড়ি'তে এসে নিজের জীবনের অনেক অজানা কথা বলেছেন ভাগ্যশ্রী। জানিয়েছেন কেন সিনেমার জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন। জানিয়েছেন স্বামী হিমালয় দাসানির সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।
2 / 6
পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ভাগ্যশ্রী ও তাঁর স্বামী। বাবা-মায়ের অমতে বিয়ে করেছিলেন তিনি। তাঁর জীবনও কোনও সিনেমার চেয়ে কম নয়।
3 / 6
"আমার স্বামী পজ়েসিভ। তাই আমি ছবি নিয়ে আর ভাবিনি", জানিয়েছেন ভাগ্যশ্রী। হিমালয়ে বলেছিলেন, "ভাগ্যশ্রীকে বিয়ে করে আমি দেশের জাতীয় 'ভিলেন' হয়ে গিয়েছিলাম। ওঁকে অনেকেই পছন্দ করত। কিন্তু আমি ওঁকে নিজের করে নিয়েছিলাম।"
4 / 6
স্কুল জীবন থেকে একে-অপরকে চিনতেন ভাগ্যশ্রী ও হিমালয়। ক্লাস ৮-এ পড়তেন তাঁরা। তখন থেকে আলাপ। অভিনেত্রী জানিয়েছেন, অঙ্কে দুর্বল ছিলেন তিনি। হিমালয় ছিলেন ভাল। অঙ্ক শেখার জন্য হিমালয়ের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন ভাগ্যশ্রী। লাইব্রেরিতে বসে ভাগ্যশ্রীকে অঙ্ক শেখাতেন হিমালয়। হিমালয়ের বক্তব্য, ভাগ্যশ্রীকে পাছে পাওয়ার সেটাই ছিল তাঁর কাছে একমাত্র উপায়। অভিনেত্রীর অঙ্কে দুর্বল হওয়ার বিষয়টি কাজে লাগিয়েছিলেন তিনি।
5 / 6
কলেজের ক্যান্টিনে এক নম্বর টেবিলটি সব সময় ভাগ্যশ্রীর জন্য বুক করে রেখে দিতেন হিমালয়। প্রেম প্রস্তাব দিয়েছিলেন হিমালয়-ই। বলেছিলেন, "তুমি আমাকে যাই বল না কেন, কেবল 'না' বোলো না।" ভাগ্যশ্রীকে ফোনে প্রেম প্রস্তাব দিয়েছিলেন হিমালয়।
6 / 6
বিয়ের পর যৌথ পরিবারে এসে পড়েছিলেন ভাগ্যশ্রী। কোনও গোপনীয়তা ছিল না সেখানে। ঘরের দরজাও বন্ধ করা যেত না। যে কেউ ঢুকে যেত ঘরে। কেবল রাতের বেলাতেই দরজায় খিল তুলতে পারতেন তাঁরা। হিমালয় এখনও ডেট নাইটে বিশ্বাস করেন।