AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অর্জুনের মা ও প্রেমিকার বয়সের ফারাক কত ধারণা আছে? মাত্র…

Malaika Arora: অর্জুনের বাবা বনি কাপুর। মা মোনা কাপুর।শ্রীদেবীর প্রেমে পড়েন বনি। মোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সে কথা অনেকেরই জানা।

অর্জুনের মা ও প্রেমিকার বয়সের ফারাক কত ধারণা আছে? মাত্র...
অর্জুনের মায়ের চেয়ে প্রেমিকা মালাইকা মাত্র কত বছরের ছোট জানেন?
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 3:28 PM
Share

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক আজকের নয়। গত সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। মাঝে বিচ্ছেদের নানা গুঞ্জন সামনে এলেও তাঁদের সম্পর্কে চিড় ধরেনি এতটুকুও। মালাইকা অর্জুনের থেকে অনেটা বড়। এই মুহূর্তে অর্জুন কাপুরের বয়স ৩৮ বছর। অন্যদিকে মালাইকা অরোরা ৫০ পার করে ফেলেছেন। মালাইকা তাঁর প্রেমিকের থেকে ১২ বছরের বড় হওয়ায় তা নিয়ে কম আলোচনা হয়নি। বারেবারেই সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। যদিও দু’জনে দিব্যি আছেন তাঁরা।

অর্জুনের বাবা বনি কাপুর। মা মোনা কাপুর।শ্রীদেবীর প্রেমে পড়েন বনি। মোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সে কথা অনেকেরই জানা। তবে জানেন কি মোনা ও তাঁর ছেলের হবু স্ত্রীর বয়সের ফারাক কত? আজ অর্থাৎ শনিবার তাঁর জন্মদিন। জন্মদিনে মায়ের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন অর্জুন। একই সঙ্গে জানিয়েছেন বেঁচে থাকলে আজ কত বয়স হত মোনার? ২০২১ সালের ২৫ মার্চ মারা যান মোনা। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এরই পাশাপাশি হাইপার টেনশনের সমস্যাও ছিল। আজ বেঁচে থাকলে ৬০ বছর বয়স হত তাঁর। হিসেব বলছে মালাইকার থেকে ১০ বছরের বড় তিনি।

এ দিন মায়ের ছবি শেয়ার করে অর্জুন লেখেন, “শুভ জন্মদিন আমার সব কিছু। আজ যদি মা থাকত তবে ওর ৬০ বছর বয়স হতো। অনেকটা ভালবাসি মা। আবারও দেখা হবে তোমার সঙ্গে।” মোনা পেশায় ছিলেন এক স্টুডিয়ো সিইও। এ ছাড়াও বহু জনপ্রিয় টেলিভিশন শো’ র প্রযোজকও ছিলেন তিনি।