মালাইকার কোলে ওই খুদে, প্রেমিক অর্জুন? পুরনো ভিডিয়ো ঘিরে তোলপাড়
Arjun-Malaika: মালাইকার থেকে প্রায় দশ বছরের ছোট অর্জুন কাপুর। সে নিয়ে ট্রোলিং কিছু কম হয়নি। শুনতে হয়েছে নানা কথা।

এই মুহূর্তে মালাইকা অরোরা ও অর্জুন কাপুর আদপে সম্পর্কে আছেন কিনা, তা নিয়ে হচ্ছে আলোচনা। তবে এরই মধ্যে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োটি নেওয়া হয়েছিল ২০০৯ সালে। তখন অবশ্য মালাইকা অর্জুনের প্রেমিকা ছিলেন না। তিনি ছিলেন সলমন খানের ভাই আরবাজ খানের স্ত্রী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মালাইকার কোলে এক ছোট্ট খুদে! পাশেই বসে অর্জুন কাপুর! সে সময় অর্জুন আবার সলমনের বোন অর্পিতার প্রেমিক। ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই মনে করেছেন, মালাইকার কোলে যে শিশুটি তিনিই বুঝি অর্জুন! যদিও সত্যিটা তা নয়। সামাজিক মাধ্যমে হয়েছে ট্রোলিং। নেপথ্যে ওই একটাই কারণ! তাঁদের বয়সের ফারাক।
মালাইকার থেকে প্রায় দশ বছরের ছোট অর্জুন কাপুর। সে নিয়ে ট্রোলিং কিছু কম হয়নি। শুনতে হয়েছে নানা কথা। ইন্ডাস্ট্রির সূত্র জানাচ্ছে, মালাইকা ও অর্জুনের মধ্যে বিগত বেশ কিছু সময় ধরে যে ঝামেলা চলছে, তা মোটেও মিথ্যে নয়। তবে, সেই ঝামেলা মিটিয়ে নেওয়ারও চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
View this post on Instagram





