‘আমি সেই পর্যায় নেই যে ব্যক্তিগত সম্পর্ক…’, মন ভাঙল মালাইকার?
Malaika Arora Relationship: শোনা যাচ্ছে, বিয়ে করার কোনও ইচ্ছে নেই অর্জুনের। আর সেই কারণেই নাকি দু’জনে বেছে নিয়েছে আলাদা পথ। তাঁদের নিয়ে যখন চলছে জোর আলোচনা, ঠিক তখনই সবটা বুঝিয়ে দিলেন মালাইকা। সম্প্রতি তাঁকে দেখা যায় অর্জুনের বাড়ির সামনে। পাপারাৎজির ক্যামেরাবন্দীও হলেন তিনি।

সদ্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা আরবাজ খান। মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েকবছর হয়ে গেল। অন্যদিকে, মালাইকা আরোরাও নয়া সম্পর্কে পা রেখেছিলেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। তবে দিন কয়েক ধরেই বলিপাড়ার গুঞ্জন মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বিয়ে করার কোনও ইচ্ছে নেই অর্জুনের। আর সেই কারণেই নাকি দু’জনে বেছে নিয়েছে আলাদা পথ। তাঁদের নিয়ে যখন চলছে জোর আলোচনা, ঠিক তখনই সবটা বুঝিয়ে দিলেন মালাইকা। সম্প্রতি তাঁকে দেখা যায় অর্জুনের বাড়ির সামনে। পাপারাৎজির ক্যামেরাবন্দীও হলেন তিনি।
সম্পর্ক যে এখনও শেষ হয়ে যায়নি, প্রেমিকের বাড়িতে তাঁর এই হাজিরা সেটাই করল প্রমাণ। তবে তাঁর চোখ মুখ দেখে আঁতকে উঠলেন ভক্তরা। চোখেমুখে ক্লান্তির ভাব সুস্পষ্ট। অনেকেরই প্রশ্ন, “তিনি কি মনকষ্টে আছেন”? ইন্ডাস্ট্রির সূত্র জানাচ্ছে, মালাইকা ও অর্জুনের মধ্যে বিগত বেশ কিছু সময় ধরে যে ঝামেলা চলছে, তা মোটেও মিথ্যে নয়। তবে, সেই ঝামেলা মিটিয়ে নেওয়ারও চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
একাধিক প্রশ্ন যখন এই মর্মে তুঙ্গে, ঠিক তখনই মালাইকা আরোরা টাইফস অব ইন্ডিয়ায় সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিলেন, ”আমি এখনও পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা পছন্দ করি না। এখন আমি সেই পর্যায় রয়েছি, যেখানে প্রয়োজন ঠিক সেখানেই কথা বলে থাকি। আমার কিছুই স্পষ্ট করার প্রয়োজন নেই। কারণ যা বলার ছিল আমার আমি সবটাই বলেছি।” তবে এখন মালাইকা আরোরা সম্পর্ক নিয়ে আর কোনও মন্তব্যই যে করতে রাজি নন, তা একপ্রকার স্পষ্ট বুঝিয়ে দিলেন।





