শ্রীময়ীর পরিবর্তে ধারাবাহিকে মল্লিকা! কী বললেন মল্লিকা?

শ্রীময়ী ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সঙ্গে কথা বলে এনওসি দিলাম, এখানে কোনও ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই, স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।”

শ্রীময়ীর পরিবর্তে ধারাবাহিকে মল্লিকা! কী বললেন মল্লিকা?

| Edited By: Bhaswati Ghosh

Jun 02, 2025 | 7:54 AM

‘বুলেট সরোজিনী’ ছেড়েছেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। এই ধারাবাহিকে রাগিনী চ্যাটার্জির চরিত্র করছিলেন শ্রীময়ী। তবে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার কাজটা তাঁর জন্য ভারী হয়েছিল। তাই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন। তাঁর পরিবর্তে দেখা যাবে মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে প্রতীক সেনের মায়ের চরিত্রে দেখা যেত তাঁকে। মল্লিকা TV9 বাংলাকে জানালেন, ”আমি এই ধারাবাহিকটা করতে পেরে খুশি। চরিত্রটায় অনেকগুলো স্তর রয়েছে। সেই ঠিকভাবে করাই একটা চ্যালেঞ্জ।” লক্ষণীয় মল্লিকার বয়স শ্রীময়ীর চেয়ে অনেক বেশি। তাঁর মেয়েও বড় হয়েছে। সম্প্রতি মল্লিকার নতুন বিয়ে দেওয়ার সময়ে মে মায়ের পাশে ছিল সর্বক্ষণ।

এখন এই ধারাবাহিকের রেটিং বার্কের নির্দিষ্ট গ্রুপে ১.৭। তাই সামনে রেটিং না বাড়লে সমস্যা হতে পারে। সেখানে শ্রীময়ীর এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়া প্রভাব ফেলবে কিনা, সেটাও দেখতে হবে। শ্রীময়ী ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সঙ্গে কথা বলে এনওসি দিলাম, এখানে কোনও ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই, স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।”

TV9 বাংলাকে শ্রীময়ী জানান, ”প্রথমে জানতাম আমার একজন ছেলেকে দেখানো হবে। আর একজন ছেলে থাকবে। চার ছেলেমেয়ের মা হওয়ার বিষয়টা জানতাম না। এখন চরিত্রটা করতে গিয়ে দেখছি, আমার জন্য বেশ ভারী হয়ে যাচ্ছে। ২৭ বছরে দেখতে ৪৭ বছরের মতো লাগবে, সেটা মুশকিল। সিনেমা হলে লুকে পরিবর্তন করা যায়। টেলিভিশনে সেটা সম্ভব নয়। সব দিক ভেবেই মনে হয়েছে, আমার এই চরিত্র থেকে সরে যাওয়া উচিত।”