KIFF-এ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন গৌতম ঘোষ

চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক— সব ভূমিকাতেই গৌতম ঘোষ বাংলা ও ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন। তাঁর পরিচালিত ‘দেখা’, ‘পদাতিক’, ‘মনন’, ‘আবার অরণ্যে’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্তর্জলী যাত্রা’–র মতো চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়েও বিপুল প্রশংসা পেয়েছে।

KIFF-এ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন গৌতম ঘোষ

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 13, 2025 | 5:49 PM

বাংলা চলচ্চিত্রের গৌরব, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ-কে এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হল। দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় তাঁকে। বৃহস্পতিবার নন্দন প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গৌতম ঘোষের মুকুটে এই সম্মানের নয়া পালক যুক্ত হল। তিনি রীতিমতো অবাক। চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান তিনি। তবে তিনি এই বিষয় কিছুই জানতেন না।

চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক— সব ভূমিকাতেই গৌতম ঘোষ বাংলা ও ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন। তাঁর পরিচালিত ‘দেখা’, ‘পদাতিক’, ‘মনন’, ‘আবার অরণ্যে’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্তর্জলী যাত্রা’–র মতো চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়েও বিপুল প্রশংসা পেয়েছে। পরবর্তী সময়ে তাঁর একাধিক ছবি কান, ভেনিস, টোকিও এবং বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, যা বাংলা সিনেমাকে বিশ্বদরবারে তুলে ধরেছে।

পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে গৌতম ঘোষ এই পুরস্কার তাঁর প্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে উৎসর্গ করেন। মঞ্চে দাঁড়িয়ে বলেন, তাঁর স্ত্রীর সাপোর্ট ছাড়া এ যাত্রা সম্ভব ছিল না। গৌতম ঘোষ বর্তমানে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন সকলের। আবার যে সকল ছবি নির্মাচিত হয়েছিল, তার প্রশংসা করে খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় বলেছিলেন, গৌতম ঘোষ আছেন বলেই সম্ভব।

প্রসঙ্গত, ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হল আজ, অর্থাৎ ১৩ নভেম্বর। এবার উদ্বোধনী অনুষ্ঠানেও দুই শিল্পীকে বঙ্গবিভূষণে পুরস্কৃত করা হয়েছে। গায়িকা আরতী মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা এবার এই পুরস্কারে ভূষিত হয়েছেন।