‘সেই জন্যেই কখনও কখনও ক্ষোভ বাড়ে’, বাংলা গান নিয়ে কড়া বার্তা মমতার

ধারাবাহিকে দুঃখের দৃশ্য হোক কিংবা রোম্যান্টিক, গান বলতেই যেন হিন্দির ব্যবহার, বাংলা গানের ব্যবহার দিন দিন কমছে, কেন? এবার প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ক সম্মান তুলে কলাকুশলীদের মধ্যে হাজির হন মুখ্যমন্ত্রী। 

সেই জন্যেই কখনও কখনও ক্ষোভ বাড়ে, বাংলা গান নিয়ে কড়া বার্তা মমতার

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 24, 2025 | 6:21 PM

বাংলা সিরিয়াল থেকে কনটেন্ট, বাংলা গানের ব্যবহার যে কমছে, তা বলাই বাহুল্য। এই নিয়ে সম্প্রতিতে কম জল্পনা হয়নি। তবে বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানীং ধারাবাহিকে দুঃখের দৃশ্য হোক কিংবা রোম্যান্টিক, গান বলতেই যেন হিন্দির ব্যবহার, বাংলা গানের ব্যবহার দিন দিন কমছে, কেন? এবার প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ক সম্মান তুলে কলাকুশলীদের মধ্যে হাজির হন মুখ্যমন্ত্রী।

আর সেই মঞ্চ থেকেই বাংলা ভাষা, বাংলা সিনেমা, বাংলা সিরিয়াল থেকে গান নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ধারাবাহিকে এখন বাংলা গানের ব্যবহার কোথায়? তুললেন প্রশ্ন, বললেন, “সিরিয়ালে এখন বাংলা গান আর কোথায়? এরা ভাবে শুধু ঝিকঝাক দুমদাম গান দিয়ে দিলেই হয়ে গেল। আরে বাজান না, কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায়। আছে তো তাঁদের জন্যে প্ল্যাটফর্ম একটা। বলিউড তো পুরোটাই তার জন্যে। দক্ষিণ ভারতও বেশ জনপ্রিয়। কিন্তু টলিউডে তো আপনারা বাংলা গানটা বেশি করে দেবেন। লীনাদি (লীনা গঙ্গোপাধ্যায়) দেয়, আমি জানি। কিন্তু সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে। এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই। যাঁরা গান গাইছেন তাঁরা নিজেরাই এখন গান লেখেন। সুর দেন। এটা এখন নতুন ক্রিয়েটিভিটি। আমি বলছি না অন্যভাষাকে অসম্মান করতে, নিশ্চয়ই আমরা হিন্দি ভাষার গান দেব। আমরা দক্ষিণভারতের গান দেব। ডাবিং করতে গিয়ে এখন আসলটাকে হারিয়ে ফেললেন হবে না। সেই জন্যেই কখনও কখনও ক্ষোভ বাড়ে, বিক্ষোভ বাড়ে। আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি। সব ভাষা নিয়ে গর্ব করি, দেশকে নিয়ে গর্ব করি, কিন্তু বাংলাভাষাকে বাদ দিতে পারব না।”