এসআইআর শুনানিতে ডাক পেলেন অভিনেত্রী মানালি, কী প্রতিক্রিয়া তাঁর?

এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন বিভিন্ন ব্যক্তিত্ব। বাংলা ছবির সঙ্গে যুক্ত কিছু অভিনেতা-অভিনেত্রীও ডাক পেলেন। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী মানালি দে। ছোটপর্দার তারকা এই অভিনেত্রী। 'বউ কথা কও'-এর সময় থেকে তাঁর কাজ দেখছেন বাঙালি দর্শক। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেন এই অভিনেত্রী। মানালিকে ২৭ তারিখ এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।

এসআইআর শুনানিতে ডাক পেলেন অভিনেত্রী মানালি, কী প্রতিক্রিয়া তাঁর?

| Edited By: Bhaswati Ghosh

Jan 24, 2026 | 12:36 PM

এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন বিভিন্ন ব্যক্তিত্ব। বাংলা ছবির সঙ্গে যুক্ত কিছু অভিনেতা-অভিনেত্রীও ডাক পেলেন। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী মানালি দে। ছোটপর্দার তারকা এই অভিনেত্রী। ‘বউ কথা কও’-এর সময় থেকে তাঁর কাজ দেখছেন বাঙালি দর্শক। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেন এই অভিনেত্রী। মানালিকে ২৭ তারিখ এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।

কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? TV9 বাংলার প্রশ্নের উত্তরে মানালি বললেন, ”এসআইআর শুনানিতে হঠাত্‍ করেই ডাক পেয়েছি। কসবা বিধানসভা কেন্দ্রে আমি থাকি। ডাক যখন পেয়েছি, যেতে তো হবেই। হঠাত্‍ করেই ডাক আসছে বলে, অনেক সময়ে কাজ বাতিল করা সমস্যার হয়ে যায়। আমাকেও একটা দিন দিতে হবে এই কাজে। ২৭ তারিখ আমি শুনানিতে উপস্থিত থাকব।”

অভিনেত্রীর বক্তব্য, ”আমার বাবার নাম নিতাই। বাংলায় নামটা ঠিক থাকলেও, ইংরাজিতে নিতাই বানানে আই-এর পরিবর্তে ই হয়ে গিয়েছে। সেই কারণেই শুনানিতে ডাক পেলাম। যদিও বিএলও-র তরফে এখনও ফোন পাইনি। তবে নিশ্চয়ই এর মধ্যে কথা হয়ে যাবে।” টলিপাড়ায় এর আগে শুনানিতে ডাক পেয়েছিলেন নায়ক দেব। তাঁর শুনানি পর্ব ছিল দেখার মতো। শুনানির দিন দেব যখন যান, তখন ভিড় উপচে পড়ে। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুও ডাক পেয়েছিলেন শুনানিতে।

লক্ষণীয় মানালিকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে চেনেন। তৃণমূল কংগ্রেসের কিছু অনুষ্ঠানে মানালি অতীতে উপস্থিত থেকেছেন, যখন মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে মানালি যে নির্বাচনে লড়তে চান না এই মুহূর্তে, তা বেশ কয়েকবার স্পষ্ট করেই বলেছেন।