AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে আবার ধারাবাহিকের মুখ মানালি

এ প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে টিভিনাইন বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে এই খবর সুনিশ্চিত করেছেন তিনি। তবে পাশাপাশি লীনা জানিয়েছেন এখনও পর্যন্ত মানালি ছাড়া বাকি কাস্ট সেভাবে নির্বাচন করা হয়নি।

লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে আবার ধারাবাহিকের মুখ মানালি
লীনা গঙ্গোপাধ্যায় এবং মানালি দে।
| Updated on: Apr 20, 2021 | 4:58 PM
Share

আবারও ফিরছে ‘ম্যাজিক’। ফিরছে প্রযোজক-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী মানালি দে’র কেমিস্ট্রি। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় এবং চিত্রনাট্যে আবারও এক চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন মানালি।

এ প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে টিভিনাইন বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে এই খবর সুনিশ্চিত করেছেন তিনি। তবে পাশাপাশি লীনা জানিয়েছেন এখনও পর্যন্ত মানালি ছাড়া বাকি কাস্ট সেভাবে নির্বাচন করা হয়নি। লীনার কথায়, “যাঁদের নিয়ে কাজের কথা চলছে তাঁদের করোনা হয়ে যাচ্ছে। কী মুশকিল! সব এলোমেলো হয়ে রয়েছে। জানি না তাঁরা ফাইনালি শুটিং করতে পারবেন কি না। তবে শঙ্কর চক্রবর্তী থাকছেন এটুকু বলতে পারি। সিরিয়ালের নাম এখনও ঠিক করিনি।”

আরও পড়ুন-‘পাল্টিবাজ’! কঙ্গনার উপর রেগে গেলেন সুশান্ত ভক্তদের একাংশ

অন্যদিকে মানালি জানাচ্ছেন, প্রাথমিক কথা বার্তা চুড়ান্ত হলেও ধারাবাহিকের প্রোমো শুট এখনও হয়নি। তাঁর শুধুমাত্র লুক সেট হয়েছে। এর আগে লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ‘নকশি কাঁথা’য় অভিনয় করেছেন মানালি। তাঁর বিপরীতে ছিলেন সুমন দে। সেই ধারাবাহিক টিআরপি ছিল বেশ ভালই।

অন্যদিকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার পরিচালনাতেও ব্যস্ত লীনা গঙ্গোপাধ্যায়। দীর্ঘ দিন পর লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে দেব-শ্রাবন্তী জুটি। ছবির নাম ‘খেলাঘর’। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাস থেকে বড় পর্দার জন্য নতুন চিত্রনাট্য লেখার কাজেও হাত লাগাবেন তিনি, জানিয়েছেন এমনটাই। বড় পর্দাতে আসতে চলেছে মানালী অভিনীত ছবি ‘লকডাউন’ও। ওই ছবিতে মানালী ছাড়াও রয়েছেন শ্রাবন্তী, সোহম সহ অনেকেই। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।