Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope Award 2023: ঘরের বায়োস্কোপে তারার হাট বসুক বছর বছর, শুভেচ্ছা মনামী ঘোষের

Ghorer Bioscope Award 2023: সিলভার টোন্ড গাউনে সিকোয়েন্স ওয়ার্ক। চুলে ক্যাজুয়াল বান, কানে ছোট্ট টপ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অসাধারণ দেখাচ্ছিল মনামী ঘোষকে।

Ghorer Bioscope Award 2023: ঘরের বায়োস্কোপে তারার হাট বসুক বছর বছর, শুভেচ্ছা মনামী ঘোষের
মনামী ঘোষ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 1:21 PM

TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’। প্রথমবার শুধুমাত্র সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের জন্য অ্যাওয়ার্ড সেরেমনি। শহরের এক পাঁচতারা হোটেলে যেন নক্ষত্রের মেলা বসেছিল। এমন উদ্যোগে মুগ্ধ তারকারাও। টেলি জগতের বহু পরিচিত মুখ মনামী ঘোষ। বহু বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন তিনি। টেলিভিশনে সফল মুখ তিনি। সিনেমায় অভিনয় করলেও, তাঁর জনপ্রিয়তার বড় অংশই কিন্তু এই ডেইলি সোপের হাত ধরেই। ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনিও।

মনামী ঘোষের স্টাইল স্টেটমেন্ট সবসময়ই ‘পেজ থ্রি’র চর্চায়। ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শো-য়েও মনামীর বোল্ড লুক ছিল নজরকাড়া। সিলভার টোন্ড গাউনে সিকোয়েন্স ওয়ার্ক। চুলে ক্যাজুয়াল বান, কানে ছোট্ট টপ। টিভি নাইন বাংলাকে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন মনামী। তাঁর কথায়, “এরকম একটা পদক্ষেপের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা। প্রথম বছর এটা। আশা করব আরও অনেক বছর এভাবেই চলবে। আরও বড় হবে এই উদ্যোগ।”

ফিচার ফিল্মের সাফল্য উদযাপনে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনি হয়েই থাকে। ছবির চিত্রনাট্য, সঙ্গীত, অভিনয় বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃতও করা হয়। লক্ষ্য একটাই, প্রত্যেক কলাকুশলীকে আরও বেশি করে উৎসাহিত করা। তবে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে কাজের স্বীকৃতি যে এই প্রথমবার, উপস্থিত সকল অতিথিই রেড কার্পেটে দাঁড়িয়ে সে কথা বলেছেন।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)