স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানি মামলা নয়, সিদ্ধান্ত বদল মানসী সিনহার

মানসী বললেন, ''পরিচালক হিসাবে আমি অনেক জুনিয়র। সেই সময়ে স্বরূপ বিশ্বাসের বক্তব্য শুনে আমাদের সকলের খারাপ লেগেছিল। সিনিয়র পরিচালকরা যে পথে হেঁটেছেন, আমিও সেই পথে হেঁটেছি। তবে এখন সিনিয়র পরিচালকরাই সরে দাঁড়িয়েছেন। আইনি পথে হেঁটে ক্রমশ জটিলতা বাড়ছে। টলিউডে কাজ কমছে। সেটা কখনওই কাম্য নয়। তাই আমার মনে হয়েছে, যে পথে হেঁটে জটিলতা বাড়বে, সেখান থেকে সরে আসা দরকার।''

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানি মামলা নয়, সিদ্ধান্ত বদল মানসী সিনহার

| Edited By: Bhaswati Ghosh

May 20, 2025 | 5:44 PM

কিছু মাস আগে পরিচালকরা এক জায়গায় এসে টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছিলেন। স্বরূপ বিশ্বাস একটা সংবাদপত্রে বলেছিলেন, টলিউডে যৌন হেনস্থার যা অভিযোগ জমা পড়েছে তাঁর কাছে, তার ৬০ শতাংশ পরিচালক আর প্রযোজকদের বিরুদ্ধে।

কিন্তু মানহানির যে মামলা করা হয়েছিল বিভিন্ন পরিচালকের মত নিয়ে, সেই মামলা থেকে একে-একে সরতে শুরু করে দিয়েছেন পরিচালকরা। যেমন পরিচালক শ্রীজিত্‍ রায় এই মামলা থেকে নাম সরিয়ে নিয়েছেন। পরিচালক সৌমেন হালদারের ক্ষেত্রে একই কথা শোনা গেল। এবার পরিচালক মানসী সিনহা TV9 বাংলাকে জানিয়ে দিলেন, তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন।

কেন এমন সিদ্ধান্ত? মানসী বললেন, ”পরিচালক হিসাবে আমি অনেক জুনিয়র। সেই সময়ে স্বরূপ বিশ্বাসের বক্তব্য শুনে আমাদের সকলের খারাপ লেগেছিল। সিনিয়র পরিচালকরা যে পথে হেঁটেছেন, আমিও সেই পথে হেঁটেছি। তবে এখন সিনিয়র পরিচালকরাই সরে দাঁড়িয়েছেন। আইনি পথে হেঁটে ক্রমশ জটিলতা বাড়ছে। টলিউডে কাজ কমছে। সেটা কখনওই কাম্য নয়। তাই আমার মনে হয়েছে, যে পথে হেঁটে জটিলতা বাড়বে, সেখান থেকে সরে আসা দরকার।”

মানসী যোগ করলেন, ”একদিন স্বরূপ বিশ্বাস মহাশয়ের সঙ্গেই আমার কথা হয়েছে। তিনি স্পষ্ট করে দিলেন, যা তথ্য তিনি শুনেছেন, সেটাই ব্যক্ত করেছেন। আর এত বছর কাজ করছি, চিরকাল স্বরূপ বিশ্বাস বা টেকনিশিয়ানদের থেকে অত্যন্ত ভালো ব্যবহার পেয়েছি। আমি অপেক্ষাকৃত নতুন প্রযোজকদের সঙ্গে কাজ করি। তাঁদের কাজ আটকে গেলে সমস্যা। তাঁদের প্রতি আমার দায়িত্ব আছে, পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে। সেই দিকগুলো এড়িয়ে যেতে পারব না। তাই কাজ করার জন্য জটিলতা কমাতে যেটা ঠিক মনে হয়েছে, সেটা করেছি।”

মানসী বামপন্থী। সেই মত তিনি প্রকাশ করতে কোনওদিন দ্বিধা বোধ করেননি। আবার সেই কারণে তাঁর কাজের কোনও অভাব হয়েছে এমনও নয়। শুধু নিজের কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে, ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী-পরিচালক, সে কথা জানালেন। এখন মানসীর পথে টলিপাড়ায় আর কে-কে হাঁটবেন, সেটা দেখার অপেক্ষা।

অন্যদিকে কিছু পরিচালক আইনি পথে ফেডারেশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৬ জুন।