বাথটবের সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করলেন মন্দিরা!

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 19, 2021 | 8:30 PM

মন্দিরাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বহু অনুরাগী। তাঁরা সোশ্যাল পোস্টের কমেন্টে সে কথা শেয়ারও করেছেন। এর আগেও বিকিনি পরে ছবি শেয়ার করে ট্রোলড হয়েছেন তিনি। এ বারও তাঁর কিছু সমালোচনা হয়েছে।

বাথটবের সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করলেন মন্দিরা!
মন্দিরা বেদী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

মন্দিরা বেদী (Mandira Bedi)। এক সময় অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। তারপর ক্রিকেট সঞ্চালক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন। এ হেন মন্দিরা সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ। ফিটনেস নিয়েও সচেতন তিনি। শরীরচর্চার বিভিন্ন ভিডিয়ো শেয়ার করেন অনুরাগীদের জন্য। কিন্তু তা বলে বাথরুমেও শরীরচর্চা?

না! শরীরচর্চার জন্য মন্দিরা বাথরুম বেছে নিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। কিন্তু বাথটবের সামনে তাঁকে ওয়ার্কআউট করতে দেখা গেল। এ হেন অভিনব ওয়ার্কআউটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল!

মন্দিরার পরনে ছিল বিকিনি। ক্যালোরি বার্ন করার জন্য শরীরচর্চার বিভিন্ন ধরন তাঁর আয়ত্তে। তারই কয়েকটা তিনি বাথটবের সামনে করেছেন। ফিট থাকার জন্য পরিমিত এবং সুষম আহার তাঁর দৈনন্দিনে রয়েছে। তার সঙ্গে শরীরচর্চা মাস্ট। এ কথা বিশ্বাস করেন মন্দিরা। সকলকেই শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকার বার্তা দেন। কিন্তু বাথটবের সামনে কেন শরীরচর্চা করছিলেন, তা স্পষ্ট করেননি মন্দিরা।

এই ভিডিয়ো শেয়ার করে মন্দিরা লিখেছেন, ‘বাথটব, বিকিনি আর আমার ওয়ার্কআউট। বিকিনি পরে এক্সসারসাইজের আলাদা মজা। আমিও বিকিনি পরে এক্সসারসাইজ করতে শিখে গিয়েছি।’

মন্দিরাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বহু অনুরাগী। তাঁরা সোশ্যাল পোস্টের কমেন্টে সে কথা শেয়ারও করেছেন। এর আগেও বিকিনি পরে ছবি শেয়ার করে ট্রোলড হয়েছেন তিনি। এ বারও তাঁর কিছু সমালোচনা হয়েছে। কিন্তু তাতে মোটেই পাত্তা দিতে রাজি নন মন্দিরা। তিনি নিজের শর্তেই বাঁচতে ভালবাসেন। ফের একবার প্রমাণ করলেন মন্দিরা। অন্তত এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন, প্রচারে গিয়ে অসুস্থ সোহম, জ্বর নিয়ে ফিরলেন কলকাতায়

Next Article