প্রচারে গিয়ে অসুস্থ সোহম, জ্বর নিয়ে ফিরলেন কলকাতায়
সোহমের ঘনিষ্ঠ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জ্বর নিয়েই প্রচার করেছিলেন সোহম। শুক্রবার সকালে শরীর আরও খারাপ হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দিন থেকেই মাঠে নেমে পড়েছিলেন অভিনেতা (Actor) সোহম চক্রবর্তী (Soham chakraborty)। তৃণমূলের টিকিটে চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার সকালে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় কলকাতায় ফিরে আসতে বাধ্য হন। আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোহম।
সোহমের ঘনিষ্ঠ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জ্বর নিয়েই প্রচার করেছিলেন সোহম। শুক্রবার সকালে শরীর আরও খারাপ হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিক বেশ কিছু পরীক্ষা হয়েছে বলে খবর। যদিও তাঁর করোনার কোনও উপসর্গ আপাতত নেই। আগের থেকে কিছুটা ভাল আছেন সোহম। আপাতত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তিনি। রিপোর্ট আসার পর কিছুটা সুস্থ বোধ করলেই চিকিৎসকদের পরামর্শ নিয়ে ফের নিজের কেন্দ্রে ফিরে যাবেন বলে খবর।
সূত্রের খবর, নাম ঘোষণার পর থেকেই চণ্ডীপুরে ছিলেন সোহম। এই কয়েকদিন অসম্ভব পরিশ্রম করে প্রচার করেছেন। বাড়ি-বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেছেন তিনি। দিন-রাত প্রচারের ধকলেই কি তিনি অসুস্থ হয়ে পড়লেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
জানা গিয়েছে, সোহমের সমর্থনে আগামী ২১ মার্চ চণ্ডীপুরে সভা করবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত সুস্থ হয়ে ওই দিনের মধ্যে নিজের কেন্দ্রে ফেরার চেষ্টা করছেন তিনি।
আরও পড়ুন, আমি দিদির পাশে থাকব, কিন্তু সব প্রার্থীদের শুভেচ্ছা: দেব