আমি দিদির পাশে থাকব, কিন্তু সব প্রার্থীদের শুভেচ্ছা: দেব

দেব থাকছেন তৃণমূলেই। দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের তরফে দেওয়া দায়িত্ব পালন করবেন। রবিবার থেকেই আসন্ন নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি।

আমি দিদির পাশে থাকব, কিন্তু সব প্রার্থীদের শুভেচ্ছা: দেব
দেব। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 9:12 PM

ইঙ্গিত ছিল অনেক রকম। কখনও নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘কামিং সুন’। কখনও বা হাসিমুখে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন ‘এমনি’ অভিনেতা তথা সাংসদ দেবের এ হেন পোস্ট দেখে বিভিন্ন রকম জল্পনা তৈরি হয়েছিল অনুরাগী মহলে। দলবদলের টলিউডে (tollywood) দেব (Dev) কি রং বদলের কোনও ইঙ্গিত দিচ্ছেন? এমন প্রশ্নও উঁকি দিয়েছিল দর্শক মনে।

না! তেমন কোনও সম্ভবনা নেই। দেব থাকছেন তৃণমূলেই। দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের তরফে দেওয়া দায়িত্ব পালন করবেন। রবিবার থেকেই আসন্ন নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেব। রামনগর কলেজে তাঁর প্রচারের কিছু অংশ সেখানে ফ্রেমবন্দি হয়েছে। দেব লিখেছেন, ‘ফাইনালি ২০২১-এর নির্বাচনের প্রচার শুরু করলাম আমি। এই বছর যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা। আমার ব্যক্তিগত বিশ্বাস সব সময় দিদির সঙ্গে থাকবে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার সেবা করেছেন তিনি। আশা করব স্বচ্ছ এবং অহিংস নির্বাচন হবে।’

আরও পড়ুন, গোপনে নেহার ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাইলেন একতা!

দেব বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। তাঁর এই সোশ্যাল পোস্টেও সেই বার্তাই রয়েছে। তিনি দলমত নির্বিশেষে সব প্রার্থীকেই শুভেচ্ছা জানিয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রির বহু সদস্যই দল বদল করেছেন। দেবের সঙ্গে যাঁদের কথা হয়, তাঁদের সকলকেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। দেব এর আগেও বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক কখনও তিনি এক করে ফেলেন না। আর সে কারণেই দলমত নির্বিশেষে সব দর্শকের কাছ থেকেই আশীর্বাদ পান তিনি।

আরও পড়ুন, অনেক দিন পর রবিবার কোন বিশেষ খাবার খেলেন শিল্পা?