Exclusive: ‘বলেছিলাম, ২৭ বছরে মা হবি কিনা ভেবে নে’, কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের ছবি প্রকাশ্যে

কলকাতার ইসকন মন্দিরে মেয়ের মুখে ভাত দিলেন কাঞ্চন-শ্রীময়ী। বাঙালি বাড়িতে অন্নপ্রাশনের যে প্রথা, তারচেয়ে অন্যরকম এটি। দীঘাতে অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে। সেখানে উপস্থিত থাকতে পারলেন না কাঞ্চন। শুটিং নিয়েও বেশ ব্যস্ত এই দম্পতি।

Exclusive: বলেছিলাম, ২৭ বছরে মা হবি কিনা ভেবে নে, কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের ছবি প্রকাশ্যে

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 30, 2025 | 2:42 PM

বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক আর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিয়ে অত্যন্ত চর্চিত। অভিনেতা-অভিনেত্রীর মধ্যে বয়সের ফারাক দুই দশকের বেশি। তাঁদের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সেই কারণে। বিয়ের প্রথম বছর শেষ হওয়ার আগেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীময়ী। TV9 বাংলার স্টুডিয়োতে এসে, এই নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। কাঞ্চন খোলসা করেছিলেন, ‘আমি শ্রীময়ীকে বলেছিলাম, ২৭ বছর বয়স। তোর একটা অ্যাক্টিং কেরিয়ার আছে। সেই কারণে যা ভাবার আগে ভেবে নে।” কিন্তু শ্রীময়ী তখন কাঞ্চনকে জানান, যা ভাবার ভাবা হয়ে গিয়েছে। এরপর তাঁরা সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন। কৃষভির জন্মের পর সে সকলের ভালোবাসা পেয়েছে। টলিপাড়ায় যেমন সকলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই মিডিয়া তাঁর ছবি প্রকাশ্যে আনার জন্য উদগ্রীব ছিল। অবশেষে প্রকাশ্যে এল কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের ছবি।

কলকাতার ইসকন মন্দিরে মেয়ের মুখে ভাত দিলেন কাঞ্চন-শ্রীময়ী। বাঙালি বাড়িতে অন্নপ্রাশনের যে প্রথা, তারচেয়ে অন্যরকম এটি। দীঘাতে অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে। সেখানে উপস্থিত থাকতে পারলেন না কাঞ্চন। শুটিং নিয়েও বেশ ব্যস্ত এই দম্পতি। বিধায়ক হওয়ার পাশাপাশি বিভিন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কাঞ্চন। অন্যদিকে শ্রীময়ীর নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। ‘বুলেট সরোজিনী’তে দেখা যাবে তাঁকে। সেখানে খলনায়িকার ভূমিকায় শ্রীময়ী। তিনি মজা করে বলেছেন, কাঞ্চনের কাছে কোনও উপায় নেই যে, তাঁর লুক দেখে ভালো বলবেন না! মে মাসের গোড়া থেকে শ্রীময়ীর কাজ নিয়মিত দেখা যাবে ছোটপর্দায়। শুটিংয়ের সময় ছোট্ট কৃষভিকে সামলান শ্রীময়ীর মা, সেটাও বলেছেন অভিনেত্রী।