Janhvi Kapoor: জাহ্নবীর সাফল্যের ইমারত হতে চলেছে মুম্বইয়ের এই বাংলো, পুরনো ফ্ল্যাট বেঁচলেন কাকে?
New Bunglow: স্টেডিয়ামের চেয়েও বড় জাহ্নবীর নতুন বাংলো। অন্দরসজ্জা নিয়ে ভাবনাচিন্তা চলছে এই মুহূর্তে। এটিই অভিনেত্রীর আগামী ঠিকানা।

বাংলো কিনেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামনেই মুক্তি পাচ্ছে তাঁরে নতুন ছবি ‘মিলি’। এই প্রথম বাবা বনি কাপুরের একটি প্রযোজনায় অভিনয় করছেন জাহ্নবী। ধাপে-ধাপে নিজেকে প্রমাণ করছেন অভিনেত্রী। একই সময় একটি মাত্র ছবিতে মনোনিবেশ করছেন তিনি। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে অনেক পরিশ্রম করছেন। সফলও হচ্ছেন অভিনেত্রী। সেই সাফল্যের একটি ইমারত হতে চলেছে জাহ্নবীর এই বাংলো।
মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে জাহ্নবীর বাড়ি। ৬৫ কোটি টাকা ব্যয়ে এই অট্টালিকাসম বাড়ি কিনেছেন জাহ্নবী। ৮,৬৬৯ স্কোয়্যার ফিটের বাংলো। ৬,৪২১ স্কোয়্যার ফিটের কার্পেট এরিয়া সেই বাংলোর। অক্টোবর মাসের ১২ তারিখ হয়েছে বাংলোর রেজিস্ট্রেশন। স্ট্যাম্প ডিউটিতে ৩.৯০ কোটি টাকা খরচ করেছেন পর্দার গুঞ্জন সক্সেনা।
এর আগে জুহুতে একটি বিলাশবহুল ফ্ল্যাট ছিল জাহ্নবীর। সেটিও ছিল বেশ বড় আকারের। ৩,৪৫৬ স্কোয়্যার ফিট ছিল সেই ফ্ল্যাটের। তাঁর ‘রুহি’ ছবির নায়ক রাজকুমার রাওকে সেই ফ্ল্যাটটি জাহ্নবী বিক্রি করেছেন ৪৪ কোটি টাকায়।
বান্দ্রায় তাঁর যে বাড়িটি জাহ্নবী কিনেছেন সেটি রি-সেলে। আগে থেকে অন্দরসজ্জার কোনও কাজ করানো ছিল না বাংলোয়। শোনা যাচ্ছে, বাড়িকে ঘিরে অনেক পরিকল্পনা আছে অভিনেত্রীর। বাড়িটির দুর্দান্ত মেকওভার করেছেন তিনি। বান্দ্রার বাসিন্দা অন্যান্য তারকাদের মতো তিনিও সেখানেই থাকবেন বলে মনস্থির করেছেন বলে শোনা যাচ্ছে।
বহু সেলিব্রিটির বাংলো এবং ফ্ল্যাট সাজিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। জাহ্নবীর বাংলোটিও তিনিই ইন্টিরিয়র করবেন কি না, তা নিয়ে এখনও কিছু শোনা যাচ্ছে না।
তারকা সন্তানদের মধ্যে অন্যতম জনপ্রিয় জাহ্নবী কাপুর। পাপারাৎজ়িদের সঙ্গে তিনি বন্ধুর মতো মেশেন। ফ্যানদের সঙ্গেও সুন্দর ব্যবহার করেন। এই গুণ জাহ্নবী পেয়েছেন তাঁর মা শ্রীদেবীর থেকে। শ্রীদেবীও তাঁর অনুরাগীদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতেন। মাকে হারানোর পর বাবা বনি কাপুরকেই আঁকড়ে ধরেছেন জাহ্নবী। তাঁর নতুন বাংলো কেনার বিষয়টি নিশ্চয়ই তাঁকে গর্বিত করে তুলেছে।
