Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সম্পর্কে প্রতারণা নিয়ে মুখ খুললেন মিলিন্দ সোমান

সম্পর্ক, প্রতারণা নিয়েই মুখ খুললেন মিলিন্দ।

সম্পর্কে প্রতারণা নিয়ে মুখ খুললেন মিলিন্দ সোমান
অঙ্কিতা-মিলিন্দ।
Follow Us:
| Updated on: Jan 15, 2021 | 6:47 PM

মিলিন্দ সোমান। খাতায় কলমে বয়স ৫৫। তবু ক্যারিশ্মা ফিকে হয়নি এতটুকুও। এই বয়সেও মিলিন্দ সুপারহট। যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা অব্যাহত। স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে ২৬ বছরের বয়সের ফারাক নিয়ে মানুষের মনে কৌতুহল জারি। এ বার সম্পর্ক, প্রতারণা নিয়েই মুখ খুললেন মিলিন্দ।

মিলিন্দকে প্রশ্ন করা হয়েছিল, এত কমবয়সী কাউকে বিয়ে করার সিদ্ধান্ত কি সম্পর্কে প্রতারণার সিদ্ধান্ত কমিয়ে দেয়? সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিলেও ঘুরিয়ে উত্তর দিয়েছেন মিলিন্দ। সাফ জানিয়েছেন, তাঁর কাছে সম্পর্কে সেক্সের থেকে অনেক বেশি মূল্যবান সম্পর্কের মানে। মিলিন্দের কথায়, “সম্পর্ক মানে কি শুধুই যৌন সঙ্গম? সম্পর্ক মানে তো সম্পর্কই। সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই নৈকট্য, সেই উষ্ণতা। যদি আপনার সম্পর্কে তা না থাকে তবে তা সম্পর্কই নয়।”

মিলিন্দ-অঙ্কিতার সম্পর্কে সেই উষ্ণতা যে এতটুকু ফিকে হয়নি তা তাঁদের ইনস্টাগ্রাম ঘাঁটলেই বোঝা যায়। কিন্তু এই যে তাঁদের নিয়ে এত চর্চা, এত কথা… এ বিষয়ে মিলিন্দের বক্তব্য কী? তাঁর কথায়, “শুরুতে অনেকেই অনেক কিছু বলত। আমার জীবনে তা খুব বেশি প্রভাব না ফেললেও অঙ্কিতার উপর তা প্রভাব ফেলত খুব বেশি। ও তো এই সবে অভ্যস্ত ছিল না। আমি ওকে বলতাম, যারা এসব বলে তাঁরা মানুষ নয়। রোবট। এ কথা ঠিক মাঝে মধ্যেই এই সব ট্রোলিং অসহ্য হয়ে পড়ত।”

২০১৮ সালের ২২ এপ্রিল আচমকাই বিয়ে করেন মিলিন্দ-অঙ্কিতা। হঠাৎ করেই আলাপ, প্রেম এবং বিয়ে। তাঁদের বিয়ে নিয়ে সে সময় কম গুঞ্জন হয়নি। তাঁদের বয়সের ফারাক হয়ে গিয়েছিল ‘টক অব দ্য টাউন’। প্রায় তিন বছর হতে চলল। সব ট্রোলিংকে পাশ কাটিয়ে মিলিন্দ-অঙ্কিতা দিন কাটাচ্ছেন নিজেদের শর্তেই।