নিজেকে বদলে ফেললেন মিলিন্দ সোমন! কিন্তু কীভাবে?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 15, 2020 | 3:25 PM

নিজেকে বদলে ফেলতে ভালবাসেন মিলিন্দ। নিজের লুক নিয়ে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করাই তাঁর কাছে বদলের নামান্তর।

নিজেকে বদলে ফেললেন মিলিন্দ সোমন! কিন্তু কীভাবে?
মিলিন্দ সোমন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

সদ্য পেরিয়ে এসেছেন ৫৫তম জন্মদিন। নিজের জন্মদিনে নিজেকে গিফট করেছেন নিজেরই নগ্ন ছবি। সে ছবি নিয়ে তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। তিনি অর্থাৎ মিলিন্দ সোমন (Milind Soman)। বদল যাঁর আজীবনের সঙ্গী।

নিজেকে বদলে ফেলতে ভালবাসেন মিলিন্দ। নিজের লুক নিয়ে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করাই তাঁর কাছে বদলের নামান্তর। ফের নতুন লুকে ধরা দিলেন তিনি।

আরও পড়ুন, সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম

আসন্ন ক্রিসমাসের জন্য নতুন হেয়ার কাট করিয়েছেন মিলিন্দ। সোশ্যাল মিডিয়ায় সেই লুকের ছবি শেয়ার করতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। মিলিন্দ লিখেছেন, তাঁর স্ত্রী অঙ্কিতা যদিও মিলিন্দকে বড় চুলে দেখতেই পছন্দ করেন। তবুও হেয়ারকাট করিয়ে ফেললেন। নতুন লুকে তাঁকে কেমন দেখতে লাগছে, সে প্রশ্নও ছুড়ে দিয়েছেন। এবার উত্তর দেওয়ার পালা আপনার।

অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে যদিও কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ। তাঁরা দুজনেই ফিটনেস ফ্রিক। কখনও দৌড়, কখনও বা যোগার ভিডিও তাঁরা শেয়ার করেন সোশ্যাল ওয়ালে। ফিটনেস রুটিনে কখনও বা তাঁদের সঙ্গী মিলন্দের মা ঊষা সোমনও।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা মিলিন্দ বারবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে জি ফাইভের পৌরষপুর-এর ট্রেলার। সেখানে তৃতীয় লিঙ্গের চরিত্রে মিলিন্দের লুক নিয়ে চর্চা হয়েছে সিনে মহলে। ফলে ট্রোলিং নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। কাজ এবং পরিবারের বাইরে অন্য কিছুতেই ফোকাস করতে রাজি নন মিলিন্দ।

আরও পড়ুন, সহজের জন্মদিনে পুরীতে প্রিয়ঙ্কার সঙ্গী কে?

Next Article