Mimi Chakraborty: হুজুর সাহেবের দরগা থেকে সমুদ্র সৈকত, মিমি চক্রবর্তী পুরো ছুটির মেজাজে

Mimi Chakraborty: মিমি চক্রবর্তীর প্রিয় জায়গা সমুদ্র সৈকত। সেখানে যাবেন আর ছবি ভাগ করবেন না, তাও হয় নাকি? তাঁর ছবি দেখে কী বলছেন অনুরাগীরা?

| Edited By: Mahuya Dutta

Jun 04, 2022 | 8:54 PM

1 / 6
সমুদ্র সৈকতে মিমি চক্রবর্তী

সমুদ্র সৈকতে মিমি চক্রবর্তী

2 / 6
সমুদ্র তাঁর প্রিয় জায়গা। সেখানে বেড়াতে যাবেন আর ছবি দেবেন না, তাও হয় নাকি!

সমুদ্র তাঁর প্রিয় জায়গা। সেখানে বেড়াতে যাবেন আর ছবি দেবেন না, তাও হয় নাকি!

3 / 6
ছবির সঙ্গে দিয়েছেন ক্যাপশন, হ্যাপি হ্যাপি প্লেস.

ছবির সঙ্গে দিয়েছেন ক্যাপশন, হ্যাপি হ্যাপি প্লেস.

4 / 6
তাঁর নীল-সাদা বিকিনির ছবি দেখে আবদারও এসেছে পুরো বিকিনি ছবি দেওয়ার।

তাঁর নীল-সাদা বিকিনির ছবি দেখে আবদারও এসেছে পুরো বিকিনি ছবি দেওয়ার।

5 / 6
সাংসদ-অভিনেত্রী রয়েছেন পুরো ছুটির মেজাজে।

সাংসদ-অভিনেত্রী রয়েছেন পুরো ছুটির মেজাজে।

6 / 6
কয়েকদিন আগেই বোনঝিকে নিয়ে গিয়েছিলেন হুজুর সাহেবের দরগায়। এবার সেখান থেকে পাড়ি সমুদ্রে। তবে সেটা কোথায় তা অবশ্য জানাননি মিমি। আর সঙ্গে কো, তাও নয়!

কয়েকদিন আগেই বোনঝিকে নিয়ে গিয়েছিলেন হুজুর সাহেবের দরগায়। এবার সেখান থেকে পাড়ি সমুদ্রে। তবে সেটা কোথায় তা অবশ্য জানাননি মিমি। আর সঙ্গে কো, তাও নয়!