TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 04, 2022 | 8:54 PM
সমুদ্র সৈকতে মিমি চক্রবর্তী
সমুদ্র তাঁর প্রিয় জায়গা। সেখানে বেড়াতে যাবেন আর ছবি দেবেন না, তাও হয় নাকি!
ছবির সঙ্গে দিয়েছেন ক্যাপশন, হ্যাপি হ্যাপি প্লেস.
তাঁর নীল-সাদা বিকিনির ছবি দেখে আবদারও এসেছে পুরো বিকিনি ছবি দেওয়ার।
সাংসদ-অভিনেত্রী রয়েছেন পুরো ছুটির মেজাজে।
কয়েকদিন আগেই বোনঝিকে নিয়ে গিয়েছিলেন হুজুর সাহেবের দরগায়। এবার সেখান থেকে পাড়ি সমুদ্রে। তবে সেটা কোথায় তা অবশ্য জানাননি মিমি। আর সঙ্গে কো, তাও নয়!