বেকায়দায় মিমি চক্রবর্তী! গিয়েছিলেন শো করতে, মঞ্চে উঠতেই সবার সামনে ছিঁড়ে গেল….

Mimi Chakraborty: শো করতে গিয়ে যে তাঁকে কখনও এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে হবে সেটা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। শীতের আমেজ পড়ে গিয়েছে। ঠিক এই সময়ই 'মাচা' শো-এর মরসুম। টলিপাড়ার তারকারা শহর থেকে অনেক দূরে বলা যেতে গ্রামে গিয়ে অনুষ্ঠান করেন।

বেকায়দায় মিমি চক্রবর্তী! গিয়েছিলেন শো করতে, মঞ্চে উঠতেই সবার সামনে ছিঁড়ে গেল....

| Edited By: উত্‍সা হাজরা

Nov 16, 2024 | 12:07 PM

শো করতে গিয়ে যে তাঁকে কখনও এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে হবে সেটা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। শীতের আমেজ পড়ে গিয়েছে। ঠিক এই সময়ই ‘মাচা’ শো-এর মরসুম। টলিপাড়ার তারকারা শহর থেকে অনেক দূরে বলা যেতে গ্রামে গিয়ে অনুষ্ঠান করেন।

সিনেমাপাড়ার তারকাদের সামনে থেকে দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষেরা। সেখানে অভিনেতারা কখনও তাঁদের সিনেমার সংলাপ বলেন, কখনও আবার তাঁদের সিনেমার আলোচিত গান পারফর্ম করেন স্টেজে। গ্রামে শো করতে গিয়ে অনেক সময়ই নানা সমস্যার সম্মুখীনও হতে হয়। অনেককে নানা অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে। মিমিকেও যেমন এমন এক পরিস্থিতিতে পড়তে হবে তা নায়িকা কোনও দিনই ভাবতে পারেননি। না কোনও বড় ঘটনা ঘটেনি।

দুদিন আগে শহর থেকে বেশ অনেকটা দূরে এমনই শো করতে গিয়েছিলেন নায়িকা। সেজেগুজে তৈরি হয়ে মঞ্চে উঠতেই হাততালির ঝড়। দারুণ এগোচ্ছিল অনুষ্ঠান। কিন্তু মঞ্চে মাঝেই যা কাণ্ড ঘটল শুনলে চমকে যাবেন। আগে কখনও এমনটা হয়নি তাঁর সঙ্গে। নিজের ব্লগে সেই ঘটনাই ভাগ করে নিলেন অভিনেত্রী।

 

শো-এর দিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি কী করেছেন সেটার ভিডিয়ো করে রেখেছেন। যা পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। সেখানেই তিনি বললেন, “জীবনে কখনও আমার এমনটা হয়নি। মঞ্চে জুতো ছিঁড়ে গিয়েছে।” একথা বলেই হাসতে থাকেন নায়িকা। এই ঘটনাটা যে তিনি পুরোটাই মজার ছলে নিয়েছেন তা বোঝা যাবে নায়িকার ভিডিয়ো দেখলেই।