AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ও ইন্টিমেট সিন করলে নন্দিনী…’, আবিরের স্ত্রীর ব্যবহার নিয়ে অকপট মিমি

Abir-Mimi: ছোটবেলার প্রেম আবির ও নন্দিনীর। একসঙ্গে কাজ করতেন দু'জনে। সে থেকেই আলাপ ও প্রেম। সে সময় যদিও আবির আবির হননি। সাফল্য এসেছে, এসেছে নানা প্রলোভনও। তবে সব কিছু পেরিয়ে আজও তাঁরা আছেন একসঙ্গে, আজও পুরোদস্তুর ভালবাসায়।

'ও ইন্টিমেট সিন করলে নন্দিনী...', আবিরের স্ত্রীর ব্যবহার নিয়ে অকপট মিমি
| Updated on: May 31, 2024 | 8:11 PM
Share

আবির চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রিতে তাঁর নামে কোনও গসিপ নেই। নেই আলোচনা। স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ও ‘লো-কিই’ রাখতে চান জীবন। ইন্ডাস্ট্রি বলে আবিরের নাকি খুব বোরিং জীবন। স্ত্রী, মেয়েকে নিয়েই খুশির সংসার। এ হেন আবির যখন ইন্টিমেট দৃশ্যে অভিনয় করেন তখন একদম ভাল লাগে না মিমি চক্রবর্তীর। কী প্রতিক্রিয়া দেন আবিরের স্ত্রী? টিভিনাইন বাংলার কাছে অকপট মিমি।

মিমির কথায়, “আবিরদা যখন ইন্টিমেট সিন করে আমি নন্দুকে (নন্দিনী) ফোন করি। বলি, কী করছেটা কী? তুমি কিছু বলছ না কেন? নন্দু এতটাই কুল, এতটাই ক্যাজ, এতটাই ভাল ওদের বন্ডিং, ওদের বোঝাপড়া… আমায় কী বলেন জানেন? বলে, ‘ছাড় না, বাদ দে না। কী হয়েছে’।” আবিরের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মিমি। অথচ এই নন্দিনীকেই কম কটাক্ষ সহ্য করতে হয়নি। বেমানান, বয়সে বড়– ইত্যাদি নানা ট্যাগ মাথায় নিয়ে ঘুরতে হয়েছে তাঁকে। অন্যদিকে, অনেকে আবার ‘ভালবাসা রূপ দেখে হয় না’ নামক বুলি আওড়িয়ে প্রকারান্তরে অপমানই করেছেন নন্দিনীকে। সে বুঝে হোক, অথবা না বুঝে…। যদিও আবিরের বক্তব্য, “এ সব নিয়ে আমাদের মধ্যে কথা হলেও আমরা খুব একটা ভাবিত হই না। কারণ আমরা যদি ট্রোলিং শুরু করি তাহলে যারা ট্রোল করছেন তাঁদের ক্লাস নিয়ে নেব।”

ছোটবেলার প্রেম আবির ও নন্দিনীর। একসঙ্গে কাজ করতেন দু’জনে। সে থেকেই আলাপ ও প্রেম। সে সময় যদিও আবির আবির হননি। সাফল্য এসেছে, এসেছে নানা প্রলোভনও। তবে সব কিছু পেরিয়ে আজও তাঁরা আছেন একসঙ্গে, আজও পুরোদস্তুর ভালবাসায়।